header banner

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে সাগরের স্কুলে ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির

article banner

সুদেষ্ণা মন্ডল ,দক্ষিন ২৪ পরগনা:-  প্রতিবছরই একের পর এক প্রাকৃতিক দুর্যোগে তছনছ হয়ে যায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলি। যা নিয়ে সারাবছর আতঙ্কে থাকে সাধারন মানুষ। ঘূর্ণিঝড় আমফান থেকে ইয়াসের তাণ্ডব-নিলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবনের একাধিক জায়গায। বাদ পড়েনি সাগরদ্বীপ। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ভিটেমাটি ছাড়া হতে হয়েছে সাগরদ্বীপের বাসিন্দাদের। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সাগরদ্বীপের ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে ব্লক প্রশাসন। 

{link}

সোমবার সাগরের রাধাকৃষ্ণপুর হাই স্কুলে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবির থেকে ব্লক প্রশাসনের বিপর্যয়ের বাহিনীর সদস্যরা স্কুলের ছাত্র-ছাত্রীদের দুর্যোগ মোকাবিলা করার জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়। মূলত দুর্যোগ এলে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে ও অন্যান্যদের রক্ষা করতে হবে মূলত এই বিষয়ে বিশেষ জোর দেয়া হয়েছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের হাতে বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রাথমিক পর্যায়ের সরঞ্জাম তুলে দেয় ব্লক প্রশাসন। সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, যেভাবে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হানা দিচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে তা বলার অপেক্ষা রাখে না। প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে কিভাবে সচেতন করতে হবে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই বিশেষ প্রশিক্ষক শিবিরের আয়োজন করা হয়। সাগরে এইরকম প্রশিক্ষণ শিবির মোট ৭ টি স্কুলে করা হবে। 

{link}
আগামী দিনে এইরকম প্রশিক্ষণ শিবির বিভিন্ন স্কুলগুলিতে চালানো হবে। রাধাকৃষ্ণপুর হাই স্কুলের ছাত্রী সঞ্চিতা দাস বলেন, প্রাকৃতিক বিপর্যয় এলে আমরা কিভাবে নিজেদের ও এলাকাবাসীদের রক্ষা করব সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির করেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এই প্রশিক্ষণ শিবির থেকে আমরা শিক্ষা নিয়েছি প্রাকৃতিক বিপর্যয় এলে আমাদের কি কি করনীয়। আগামী দিনে কোনরকম প্রাকৃতিক বিপর্যয় এলে নিজেদের পাশাপাশি এলাকার মানুষদেরও আমরা রক্ষা করতে পারব। শিক্ষার হাত ধরেই ভবিষ্যতের বিপর্যয়ের মোকাবিলা করতে সচেষ্ট হচ্ছে প্রশাসন। 
{ads}

news Natural Disaster Sagar Sundarbans School students special awareness Campaign West Bengal India সংবাদ

Last Updated :