header banner

তাঁতের শাড়িতে নেতাজির অবয়ব, সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য শিল্পীর

article banner

নদীয়া : আগামী রবিবার ২৩ শে জানুয়ারি দেশব্যাপী পালিত হবে নেতাজির ১২৫ তম জন্ম দিবস। তাকে দেশব্যাপি সকলে করবেন শ্রদ্ধা নিবেদন। এরই মধ্যে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদনে শাড়ির উপর বিশেষ চিত্র উপস্থাপনা করে তাক লাগালেন নদীয়ার এক বিখ্যাত শাড়ি ব্যাবসায়ী। ফুলিয়া চটকাতলার বাসিন্দা পদ্মশ্রী সম্মানে ভূষিত তাঁত শিল্পী বীরেন বসাক তাঁতের শাড়ির উপর ফুটিয়ে তুলেছেন নেতাজির ছবি। যা ইতিমধ্যেই একটি অত্যন্ত সুন্দর কারুকার্য রূপে ফুঁটে উঠেছে।

{link}
তাঁত শিল্পী বীরেন কুমার বসাক বলেন কোরা সিল্কের উপর কালো সুতোর কাজের এমন শাড়ি তৈরিতে শিল্পীর সময় লেগেছে প্রায় দেড় মাস। এই শাড়িটি  তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক  ১৫ হাজার টাকা। শুধু তাই নয় বিভিন্ন সময় বিভিন্ন শাড়ির উপরে জামদানি কাজ করে নজর কেড়েছেন শিল্পী। কর্ম জীবনে প্রথম দশ বছর শিল্পী তাঁত বোনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে তিনি কাপড় ফেরি করে বিক্রি করেন। এছাড়াও দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর সময় ধরে জামদানি শাড়ি নিয়ে কাজ করে চলেছেন। গত বছর ৯ই নভেম্বর তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। এছাড়াও শীল্পির ঝুলিতে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার ও জাতীয় পুরস্কার । নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানাতেই এই ভাবনা বলে জানিয়েছেন বীরেন কুমার বসাক।  আগামী দিনে কলকাতার নেতাজি ভবনে শাড়ি তুলে দিতে চান বলেও জানিয়েছেন তিনি। নেতাজির জন্মদিনে এহেন শ্রদ্ধাজ্ঞাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ওই বিখ্যাত শিল্পী। 
{ads}

news Netaji Subhas Chandra Bose 125th Birth Anniversary Nadia Saree West Bengal India নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫তম জন্মদিবস শাড়ি

Last Updated :