header banner

মাদক ব্যবসায় মদত রয়েছে থানার IC-র,আমডাঙায় বিধায়কের বিস্ফোরক অভিযোগ

article banner

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: মাদক ব্যবসায়ীর সঙ্গে সরাসরি যোগ রয়েছে থানার আইসি-র। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তর ২৪ পরগনার আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। তাঁর নিশানায় আমডাঙা থানার আইসি অঞ্জন দত্ত। বিধায়কের অভিযোগ, আইসি-র মদতেই মাদকের কারবার চলছে। সেই কারণেই স্থানীয়রা বারবার অভিযোগ করলেও, মাদকের কারবারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

{link}
মাদকের কারবার ঘিরে সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙার দরিয়াপুর বাজার। হেরোইনের ব্যবসার প্রতিবাদ করায় হাট মালিকের ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় এফআইআর দায়ের করা হলেও, পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদে এবং সংশ্লিষ্ট মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে সোমবার রাতে আমডাঙা থানায় গণস্বাক্ষর জমা দেন স্থানীয়রা। অভিযুক্ত মাদক কারবারীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে আমডাঙা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। 

{link}
বিধায়কের আনা গুরুতর অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি আমডাঙা থানার আইসি। কিন্তু, প্রশ্ন উঠছে, অভিযোগ নথিভুক্ত হওয়ার পর সারাদিন কেটে যাওয়া সত্ত্বেও কেন গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে? কোনও নির্দিষ্ট কারণে কি এই মামলায় ঢিলেঢালা মনোভাব দেখাচ্ছে পুলিশ? স্থানীয়রা এই অভিযোগই করছেন। তাঁদের দাবি, এভাবে দিনে-দুপুরে বাজারের মধ্যে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি হতে থাকলে যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে পড়বে। তাতে সবারই ক্ষতি। প্রভাবশালী কারও মদত না থাকলে মাদক কারবারীদের পক্ষে এভাবে প্রকাশ্যে হেরোইন সহ বিভিন্ন নেশার সামগ্রী বিক্রি করা সম্ভব নয়। এই ঘটনার উপযুক্ত তদন্ত করে মাদক কারবারী এবং অভিযুক্ত আইসি-কে কঠোর সাজা দিতে হবে, এমনই দাবি স্থানীয়দের।

{ads}

news North 24 Paragana drugs smuggling supported by Amdanga police IC West Bengal India

Last Updated :