header banner

উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবি অবৈধ নয়- উত্তরবঙ্গ সফরে মন্তব্য দিলীপ ঘোষের

article banner

ফের প্রক্যাশে পৃথক রাজ্যের প্রসঙ্গ। উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবি অবৈধ নয়। আজ, শনিবার দ্ব্যর্থহীনভাবে একথা জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দু দিনের সফরে উত্তরবঙ্গ গিয়েছেন দিলীপ। এদিন জন বার্লাকে পাশে বসিয়ে দিলীপ জানিয়ে দেন মানুষের অধিকারের জন্য পৃথক রাজ্যের দাবি তোলা অমূলক নয়। যদিও এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বঙ্গভঙ্গের বিপক্ষে বলেই শুরুর দিকে প্রসঙ্গ ওঠার পর মন্তব্য করেছিলেন তিনি।


একুশের ভোটের ফল প্রকাশের পরে পরেই পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বার্লা। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য, নিদেন পক্ষে কেন্দ্রীয় অঞ্চল ঘোষণার দাবিতে সুর চড়ান তিনি। ওই একই দাবি সোচ্চার হন উত্তরবঙ্গের আরও এক বিজেপি নেতা। তার পরে পরেই বিজেপির আর এক সাংসদ সৌমিত্র খাঁ-ও পৃথক জঙ্গলমহলের দাবি তোলেন। সেই সময়ই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, যাঁরা পৃথক রাজ্য দাবি করছেন, তা একান্তই তাঁদের দাবি, দলের নয়।

{link}
তবে এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন দলীয় সাংসদকে পাশে বসিয়ে দিলীপ বলেন, আজ যদি উত্তরবঙ্গ, জঙ্গলমহল আলাদা রাজ্যের দাবি তোলে, তাহলে তার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন এসব অঞ্চলে উন্নয়ন হয়নি? তাঁর দাবি, এখনও উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের মানুষকে শিক্ষা বা কর্মসংস্থানের জন্য বাইরের রাজ্যে যেতে হচ্ছে। তাঁর প্রশ্ন, কেন এতদিনেও উন্নয়ন হয়নি। এর পরেই দিলীপ বলেন, এই অবস্থায় তাঁরা যদি পৃথক রাজ্যের দাবি তোলেন, তাহলে তা অবৈধ নয়। বিজেপির রাজ্য সভাপতি বলেন, জন বার্লা একজন জন প্রতিনিধি। মানুষের কথা তুলে ধরাই তাঁর কাজ। জিটিএ প্রসঙ্গ তুলে দিলীপ বলেন, গোর্খাল্যান্ডের দাবি জিইয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সই করেছিলেন, তখন কোনও দোষ হয়নি। আর আমরা মানুষের কথা তুলে ধরলেই বিচ্ছিন্নতাবাদী?


এখন এই প্রসঙ্গে আজকে দিলীপ ঘোষের মন্তব্যের পর অনেকটাই জোরালো হয়ে উঠবে পৃথক রাজ্যের প্রসঙ্গ। যা অনেকটাই বড়ো চিন্তার কারন হয়ে দাঁড়াবে রাজ্য সরকার এবং তার পাশাপাশি রাজ্যবাসীর ক্ষেত্রে। বঙ্গভঙ্গ হোক, তাই চাইছেন এমন লোক আছেন খুব কমই। 
{ads}

news politics North Bengal Dilip Ghosh BJP TMC Mamara Banerjee রাজনীতি সংবাদ

Last Updated :