header banner

বালাসন নদীর জলের জলস্ফীতির কারনে ভেসে গেল মাটিগাড়ার ডাইভার্সান সেতু

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ বিপুল জলের তোড়ে ভেসে গেল শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন নদীর ডাইভার্সান সেতু। যার ফলে বর্তমান এই সেতু দিয়ে যাতায়াত সম্পুর্ন বন্ধ হয়ে গেল। পাহাড় ও সমতলের লাগাতার বৃষ্টিতে প্রায় প্রতিদিনই এই ডাইভার্সান সেতুটির সংযোগকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতি করে পুনরায় এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরুও হয়। কিন্তু গত রাতের প্রবল বর্ষনে বালাসন নদীর জন ফুলেফেঁপে উঠে ভয়ঙ্কর আকার ধারণ করে। তাতেই হিউম পাইপের ওপর তৈরী ডাইভার্সান সেতুটির ওপরের পিচের পরত সম্পুর্ন ভেসে যায়। বেশ কিছু হিউম পাইপও সরে যায় জলের তোড়ে। ফলে এই সেতুদিয়ে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গেল। গাড়িগুলিকে বর্তমানে ঘুর পথ ধরে চলাচল করতে হচ্ছে।

{link}
স্থানীয় সূত্রে খবর রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ির বালাসন সেতুর পাশে তৈরি ডাইভারশন রোড। বালাসন নদীর জলস্ফীতি বাড়ায় রাস্তা জলের তোড়ে ভেসে যায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে এলাকা পরিদর্শনে গেলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মন। এদিন তিনি সমস্ত এলাকা পরিদর্শন করার পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সাথে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, এর আগে বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কেন্দ্রীয় সরকারের তরফে ৭০ লক্ষ টাকা ব্যয় করে এই ডাইভারশন রোড তৈরি করে দেওয়া হয়েছিল। তবে বর্ষার কারনে নদীতে জল বাড়ায় এই ডাইভারশন রোড ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে দ্রুত বালাসন সেতুর মেরামতের কাজ শেষ হয়ে যাবে।
{ads}

news North Bengal West Bengal Bridge collapsed Matigara Balasan River সংবাদ

Last Updated :