header banner

উত্তরবঙ্গে পর্যটনের উন্নয়নে বিশেষ পদক্ষেপ, শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত চলবে বাস

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে শিলিগুড়ির যথেষ্ট খ্যাতি রয়েছে। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে উচ্চস্তরের রেলস্টেশনে পরিণত করার জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রেল। এবার এন বি এস টি সি শিলিগুড়ি থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাস চালাবে। আগামী জুন মাস থেকে চালু হবে এই পরিষেবা। এই পরিষেবা চালু হলে শুধুমাত্র পর্যটকরা নয় দুই দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন। শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা চালু হলে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। কেউ নেপালে বাসে করে যেতে চাইলে শিলিগুড়ি থেকে বাস ধরতে পারবে। স্বাভাবিকভাবেই পর্যটন মানচিত্রে শিলিগুড়ি সুখ্যাতি আরো বাড়বে।

{link}
এন বি এস টি সি সূত্রে জানানো হয়েছে আপাতত দুটি বাস চালানো হবে , সপ্তাহে কয়েকদিন চলবে শিলিগুড়ি থেকে  নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত বাস। মোট ৪০ টি আসন বিশিষ্ট হবে বাস গুলি, ভাড়া সম্বন্ধে এখনও কিছু জানানো হয়নি। তবে খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে ভাড়ার ব্যাপারে। বাস্তবিকভাবেই এই খবরে খুশির হাওয়া পর্যটক মহলের পাশাপাশি স্থানীয় মানুষজনের মধ্যে।

{ads}

news North Bengal new bus Siliguri to Kathmandu Bus West Bengal India সংবাদ

Last Updated :