header banner

উত্তরবঙ্গে সাতদিন ধরে নাবালিকা কে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ষাটোর্ধ্ব বৃদ্ধ

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাড়াবাড়ি আদর্শপল্লিতে এক নাবালিকা কে গত সাতদিন ধরে ধর্ষন করার অভিযোগে অভিযুক্ত এক ষাটোর্ধ ব্যাক্তি। মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে আমবাড়ি ফাঁড়িতে অভিযোগ করে ঐ নাবালিকার মা। 

{link}
ঘটনার বিবরণে জানা যায় ঐ নাবালিকার মা প্রতিদিনের মত কাজে যান।গত কাল কাজ না হওয়ার তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখেন ঘর বন্ধ এবং তাদের প্রতিবেশী বৃদ্ধ ধীরেন বর্মন(৬০) তাদের ঘর থেকে বের হন। প্রথমেই এই পরিস্থিত দেখে সন্দেহ হয় তার। তারপর ঘরে ঢুকে নাবালিকার মা দেখেন তার মেয়ে হাত পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় বিছানায় পড়ে আছে। এরপর মেয়ের হাত পা খুলে দেন তিনি। পরে নাবালিকা তার মা কে সব খুলে বলে। নাবালিকা ভয়ে ভয়ে বলে এ কথা কাউকে বললে প্রানে মেরে ফেলার ভয় দেখাতো প্রতিবেশি ঐ বৃদ্ধ সেই কারনেই এই ঘটনার কথা আগে বাড়িতে জানায়নি সে।

{link}
এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা অভিযুক্ত বৃদ্ধ কে ধরে বিপুল মারতে শুরু করে। পরে আমবাড়ি ফাঁড়িতে নাবালিকার মা পকসো আইনে অভিযোগ দায়ের করলে আমবাড়ি ফাঁড়ির পুলিশ সঙ্গে সঙ্গেই অভিযুক্ত গেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসে। আজ নাবালিকা ও অভিযুক্ত বৃদ্ধের ম্যাডিকেল টেস্ট করা হয় উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। টেস্টের পর অভিযুক্ত কে আমবাড়ি ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ ও নাবালিকাকে তার বাড়িতে পাঠানো হয়। পরে দূপুরে অভিযুক্ত কে জলপাইগুড়ি কোর্টে তোলে পুলিশ। এখন মেডিকেল টেস্ট এর রিপোর্ট আসার অপেক্ষা। 
{ads}

news North Bengal Rajgunj Rape Teenager old man beaten West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article