header banner

শিলিগুড়িতে চোরাচালানের পূর্বে উদ্ধার ২টি হাতির দাঁত, গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ ফের চোরাচালানের পথে আটক, গ্রেপ্তার ২। শিলিগুড়িতে পাচার করার আগেই দুটি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে। সাথে চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সম্পূর্ন অভিযানটি হয়েছে বৈকন্ঠপুর ফরেস্ট বেলাকোবা রেঞ্জে। সঞ্জয় দত্তর নেতৃত্বে অভিযান হয়। অভিযানটি সাফল্যমন্ডিত হওয়ার পর বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।

{link}
পুলিশ সূত্রের খবর হাতির দাঁতগুলির ওজন ২ কেজি ১০০ গ্রাম। ঘটনায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামের বাসিন্দা বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে বেলাকোবা রেঞ্জে রীতিমতো ঘনঘন প্রকাশ্যে আসছে এহেন চোরাচালানের ঘটনা। চোরাচালান বাড়ছে নাকি পুলিশ সাফল্যমন্ডিত হচ্ছে বেশি সেই বিষয়েই উঠছে প্রশ্ন। তবে এহেন একের পর এক চোরাচালানের ঘটনা আটকে দেওয়ায় পুলিশের কাজের বাহবাই দিচ্ছেন সাধারন। 

{ads}

news North Bengal Siliguri smuggling Elephant Teeth police ivory West Bengal India শিলিগুড়ি উত্তরবঙ্গ সংবাদ

Last Updated :