header banner

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস, আশঙ্কা বহু হতাহতের

article banner

জলপাইগুড়িঃ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জলপাইগুড়ির ময়নাগুড়িতে। লাইনচ্যুত বিকানের- গুয়াহাটি এক্সপ্রেস। প্রায় ৫০ জন যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আহত বহু মানুষ, এখনও চলছে উদ্ধারকার্য। পাটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনে ঘটেছে দুর্ঘটনা। সূত্রের খবর বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি কামরার ওপর উঠে যায় একটি কামরা। গাড়ি গতিবেগে থাকায় দুমড়ে মুচড়ে যায় চারটি কামরা। ঘটনায় ভয়াবহ চিত্র প্রকাশ্যে এসেছে। স্থানীয় মানুষ সহ প্রশাসন দ্রুত দুর্ঘটনাগ্রস্ত মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

{link}
মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সময় দুর্ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ময়নাগুড়ির চৌমুনি এলাকায় ঘটেছে এই ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনাটি। দুর্ঘটনার সময় ট্রেনটি প্রায় ৪০ কিলোমিটার বেগে চলছিল। দুর্ঘটনাটি ঘটার পরেই রেল লাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাত্রীরা। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারন মানুষও। দ্রুত সামলে উঠে যাত্রীদের উদ্ধারকার্যে হাত বাড়িয়ে দেন তারা। জলপাইগুড়ি সদর হাসপাতাল , উত্তরবঙ্গ হাসপাতাল ও শিলিগুড়িতে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি করা হয় যুদ্ধকালীন তৎপরতায় সঙ্গে। বহু দুর্ঘটনাগ্রস্ত মানুষকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। 
{ads}

news North Bengal Train Accident Bikaner Guwahati Express Accident Dead Injured Indian Railways West Bengal India ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গ

Last Updated :