header banner

অপেক্ষার অবসান, অবশেষে পাহাড়ে পথ চলা শুরু ভিস্তাডোম কোচের

article banner

অপেক্ষার অবসান, অবশেষে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করলো বহু প্রতীক্ষিত ভিস্তাডোম (Vistadome) কোচ।আজ, অর্থাৎ শনিবার সকালে নারকেল ফাটিয়ে সবুজ পতাকা নেড়ে ট্রেনের যাত্রা শুরু করেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রের মন্ত্রী জন বার্লা। তার পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ির (Jalpaiguri) সাংসদ ডাঃ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী , রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দ্র কুমার চৌধুরী ও আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার। 

{link}
সূত্রের খবর অনুযাই জানা গেছে সপ্তাহে তিনদিন নিউ জলপাইগুড়ি (NJP) থেকে আলিপুরদুয়ার (Alipurduar) পর্যন্ত চলবে এই ট্রেন। টুরিস্ট স্পেশাল ট্রেনের নাম দিয়ে মোট পাঁচটি কোচ রয়েছে এই ট্রেনে। যার মধ্যে রয়েছে দুটি বাতানুকুল কোচ, দুটি চেয়ার কার ও ১ টি ভিস্তাডোম। প্রথমদিনেই ট্রেনের কোচের সমস্ত সিট বুকিং হয়ে গেছে। পুজোর আগেই এ এক নতুন উপহার পর্যটকদের জন্য। 
{ads}

news North Bengal Tourist Tourism News Jalpaiguri Aliporeduar West Bengal Jhon Barla Vistadome সংবাদ ভ্রমন

Last Updated :