header banner

...কাজ ফুরলেই পাজি

article banner


মারাত্মক করোনাকে ভয় না করে দিনরাত সেবা করেছেন মানুষের। আজ বহরমপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের সামনে কোভিদ যোদ্ধারা উপস্থিত হয় প্রথম থেকেই তারা কোভিদ যোদ্ধা হিসেবে কাজ করে আসছেন। মুর্শিদাবাদে এখন ৩২ জন কোভিদযোদ্ধা আছেন তারা কার্ড হারিয়েছেন তাদের অভিযোগ ৩১ শে ডিসেম্বর  ২০২১ পর্যন্ত তাদের কাজ করার মেয়াদ থাকলেও তাদের কাজ দেওয়া হচ্ছে না ফলে কাজ হারিয়ে তারা অনিশ্চয়তায় ভুগছেন তাদের দাবি অন্যান্য জেলাগুলিতে কোভিদ যোদ্ধারা কাজ করছেন কিন্তু মুর্শিদাবাদে কোভিদ যোদ্ধাদের কাজে নেওয়া হলো না সেই কারণেই তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাছে তাদের আবেদন জানান যাতে তাদের পুনরায় কাজে যোগদান করানো যায়, এর মধ্যে কিছু জানালেন কাজ করা সত্ত্বেও তারা এখনো বেতন পাননি ফলে তাদের ঘর সংসার ছেড়ে তারা করোনা রোগীকে সুস্থ করতে কাজে নেমে ছিলেন কিন্তু তাদেরই এখন কাজ নেই ফলে তাদের কষ্টের মধ্যেই সংসার চালাতে হচ্ছে।

{link}
স্বাস্থ্যকর্মীদের অভিযোগ করোনার অবস্থা ভয়ংকর ছিল তখন নিজেদের জীবন সঙ্কটে রেখে রোগীদের সেবা করেছেন। যখন কেউ কাজে আসেনি তখন তারা কোভিদ রোগীদের সেবা শুশ্রূষা করেছেন। এখন কাজ হারিয়ে দিশেহারা হয়ে তারাই ছুটে বেরাচ্ছেন এই দফতর থেকে ওই দফতর। কবে তাদের বিচার হবে? 

{ads}

news Nurse CMOH Health Department District Hospital West Bengal India Murshidabad Doctor Corona Covid 19

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article