header banner

ওল্ড দিঘায় হোটেল থেকে উদ্ধার পর্যটকের ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

article banner

নিজস্ব সংবাদাতা, পূর্ব মেদিনীপুরঃ ফের হোটেল থেকে উদ্ধার হল এক পর্যটকের ঝুলন্ত দেহ৷ সৈকত নগরী ওল্ড দিঘার ঘটনায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম অলোক বিশ্বাস (৪৪)। তিনি নদিয়া জেলার শান্তিপুর এলাকার বাসিন্দা৷ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারেও।

{link}
পুলিশ সূত্রে আরও খবর, রবিবার বিকেলে নদিয়া থেকে ওই পর্যটক দিঘায় আসেন। এরপর ওল্ড দিঘায় একটি হোটেলে ওঠেন। সোমবার দুপুর থেকে ওই পর্যটকের কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ খোঁজাখুঁজি করার পর হোটেল কর্তৃপক্ষ দেখতে পায় বাথরুম ভিতর থেকে বন্ধ করা হয়েছে। ঘটনার বেগতিক দেখে দিঘা মোহনা থানায় খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে বাথরুমের দরজা ভাঙতেই দেখা যায় ওই পর্যটকের দেহ ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে৷  অলোক বাবুকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পর্যটকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে একাধিক রহস্যের দানা বাঁধতে শুরু করেছে।৷ ঠিক কি কারণে ওই পর্যটক আত্মঘাতী হল তা এখনও পরিষ্কার নয়। হোটেল  রেজিস্টার থেকে ওই পর্যটকের পরিচয় উদ্ধার করেছে পুলিশ৷ পাশাপাশি মৃত পর্যটকের মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে। পরিবারের সদস্যরা এলেই মৃত্যুর কারণ অনেকটাই পরিষ্কার হবে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশি সূত্রে জানা যায়, অলোক বাবু একাই এসেছিলেন দীঘায়। তবে কি কারণে ওই  পর্যটক আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখা হচ্ছে৷ সেই সঙ্গে পরিবারকেও খবর পাঠানো হয়েছে। এর পিছনে কোন মানসিক অবসাদ বা চিন্তা থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে সম্পূর্নটাই অনুমান। এখনও পর্যন্ত কোন সঠিক কারন খুঁজে বের করা সম্ভবপর হয়নি। 
{ads}

news Old Digha suicide tourist died at hotel Digha Mohana Costal Police West Medinipur West Bengal India সংবাদ

Last Updated :