header banner

শনিবার সন্ধ্যায় রাহুল গান্ধী ইস্যুতে হাওড়া ময়দানে প্রতিবাদ কংগ্রেসের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে এবার হাওড়ার রাজপথেও। এবার হাওড়া শহরে পথে নামলেন হাওড়ার কংগ্রেস কর্মীরা। শনিবার সন্ধ্যায় হাওড়া ময়দানে কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীর ছবি নিয়ে বিক্ষোভ দেখান। সাথে ছিল নরেন্দ্র মোদীর কুশপুতুল। কংগ্রেস কর্মীদের অভিযোগ, রাহুল গান্ধীর ভারত যাত্রায় ভয় পেয়েছে বিজেপি। তাই পুরনো একটি মামলায় তার সাংসদ পদ খারিজ করা হয়েছে। তাই তারা প্রতিবাদে সামিল হয়েছেন। হাওড়া জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট দেবাশীষ বসু বলেন তারা এই নিয়ে লাগাতার আন্দোলন করবেন।

{link}

উল্লেখ্য বিষয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ হওয়ার পর তার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদে নেমেছে কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রাজ্যের একাধিক জেলাতেও শনিবার দিনভর উঠে এসেছে কংগ্রেস সমর্থকদের প্রতিবাদ কর্মসূচীর খবর। যে বিষয়টি নিয়ে এখন কার্যত তোলপাড় হয়ে উঠেছে কেন্দ্রীয় রাজনীতি। তার বাইরে পড়ল না হাওড়া শহরও। হাওড়া শহরের বুকেও শনিবার রাতে ময়দানের মতো ব্যস্ত রাস্তায় করা হল কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ।

{ads}

news Howrah Rahul Gandhi Congress West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article