header banner

ইঞ্জিনিয়ার এবং তার স্ত্রীকে মারধর করার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :- এক ইঞ্জিনিয়ার এবং তার স্ত্রীকে মারধর করার অভিযোগে গ্রেফতার ফলতার দেবীপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান। তাকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার পুলিশ। ওই পঞ্চায়েতের প্রধানের নাম সনাতন প্রামাণিক।

{link}
সনাতন প্রামাণিকের বিরুদ্ধে এর আগে এক ইঞ্জিনিয়ার এবং তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই কেসে তিনি জামিন নেন। এরপরে বুধবার সকালে ডায়মন্ড হারবারের এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃত পঞ্চায়েত প্রধানের নাম সনাতন প্রামাণিক। 
তার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে তিনি এক মৎস্যজীবির কে টাকা চেয়ে তাকেও মারধর করেন। মৎস্যজীবী মনোরঞ্জন হালদার ফলতা থানাতে অভিযোগ দায়ের করেন। সনাতন নিজে পঞ্চায়েত প্রধান হওয়ার পাশাপাশি একজন মৎস্য ব্যবসায়ী। সনাতন-এর বিরুদ্ধে অভিযোগ তিনি ওই মাছ ব্যবসায়ীর সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন এবং তাকে মারধর করেছেন। সেই অভিযোগেই তাকে গ্রেফতার করে ফলতা থানার পুলিশ। যার ফলে একাধিক অভিযোগে অভিযুক্ত হওয়ার কারনে বর্তমান রীতিমতো ফেঁসে গিয়েছেন ফলতার দেবীপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান।

{ads}

news Panchayat Pradhan Arrest Falta Crime Diamond Harbour West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article