header banner

পেঙ্গোলিন পাচারের চেষ্টা, উত্তরবঙ্গে ধৃত ৪

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ পাচারের আগেই পেঙ্গোলিন উদ্ধারের ঘটনা, উত্তরবঙ্গে গ্রেফতার ৪জন। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কে গোপন সূত্রে খবর পেয়ে একটি চারচাকার গাড়ি আটক করে এসএসবি। ঐ গাড়িতে তল্লাশি চালিয়ে পেঙ্গোলিন উদ্ধার করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান। 

{link}
এই ঘটনায় গাড়ির চালক সহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ফিরোজ খান, ঝরিয়া হেমব্রম, ইক্রামুল হক ও অমিত বসুমাতা। ধৃতরা আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরের বাসিন্দা। এসএসবির জাওয়ানরা ধৃতদের বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেয় । ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। বনদপ্তর সূত্রে খবর, আসামের বারোবিসা সংলগ্ন এলাকা থেকে পেঙ্গোলিনটি নিয়ে আসার পর বাগডোগরা হয়ে নেপালে পাচারের ছক ছিল ধৃতদের। 

{ads}
 

Animal trafficking Pangolin North Bengal SIliguri Darjeeling West Bengal সংবাদ

Last Updated :