header banner

প্রকাশ্যে মেডকেল রিপোর্ট, একাধিক ক্রনিক সমস্যা থাকলেও গুরুতর কোন অসুখ নেই- AIIMS

article banner

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, প্রকাশ্যে এলো ভুবনেশ্বর এইমস-এর মেডিকেল টিমের দ্বারা তৈরি পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে একাধিক ক্রনিক সমস্যা থাকলেও গুরুতর কোনও অসুস্থতা নেই পার্থ চট্টোপাধ্যায়ের। শারীরিক পরীক্ষার পর সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে এসে এমনটাই জানিয়েছেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসক আশুতোষ বিশ্বাস। তাই আজই ছেড়ে দেওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে বলেও জানিয়েছেন তিনি। তবে আপাতত ওষুধ চলবে তাঁর, সেই সমস্ত ওধুধ ঠিকঠাক চললেই শারীরিকভাবে কোন সমস্যা হবে না। 

{link}
সোমবার বিকেল ৪ টে নাগাদ ভুবনেশ্বর এইমসের চিকিৎসক আশুতোষ বিশ্বাস জানান, পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তাঁর ৪-৫ টি ক্রনিক সমস্যা রয়েছে। থাইরয়েড রয়েছে, কিডনির সমস্যা রয়েছে। তার জন্য ওষুধ চলবে। তাঁরা সেই মতো ওষুধও দিয়েছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বুকে কোনও সমস্যা নেই। তাই সেই কারনে এখনই ভর্তির কোন প্রয়োজন নেই। সেই কারণে আজ অর্থাৎ সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কলকাতায় ইডির কাছে রিপোর্ট পেশ করা হয়েছে। 

{l}
এসএসকেএমের চিকিৎসা নিয়ে সংশয় তৈরি হওয়ায় ইডি-র হাতে গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার সকালে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরিই এইমসে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। অ্যাম্বুল্যান্স থেকে নামার পরই তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন,”কেমন আছেন?” তাঁর মুখে কোনও কথা ছিল না। শুধু বুকে হাত দিয়ে ইশারায় বোঝান, ভাল নেই, বুকে ব্যথা রয়েছে। এরপর হাসপাতালে পৌঁছতেই বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা। যদিও এখন সম্পূর্ন চিত্রটাই স্পষ্ট হয়ে উঠেছে মেডিকেল বোর্ডের প্রকাশিত রিপোর্টে। এই রিপোর্ট এখন পার্থ-র ভবিষ্যতে কি প্রভাব বিস্তার করে তাই দেখার বিষয়। 

news Partha Chatterjee health comndition Medical team report AIIMS SSKM SSC scam West Bengal Kolkata India সংবাদ

Last Updated :