header banner

পাথর প্রতিমা থেকে কাকদ্বীপ, দ্বিতীয় পর্যায়ে ভারত জড়ো যাত্রার সূচনা করলেন অধীর

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিন ২৪ পরগনা: বুধবার গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম থেকে কংগ্রেসের ভারত জোড় যাত্রার শুভ সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার পাথর প্রতিমা  বাজার থেকে দ্বিতীয় পর্যায়ের ভারত জোড় যাত্রার সূচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । দীর্ঘ ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে কাকদ্বীপের চৌরাস্তায় শেষ হয় এই যাত্রা। কাকদ্বীপের চৌরাস্তা তে একটি প্রকাশ্য সমাবেশে যোগদান করেন অধীর রঞ্জন চৌধুরী। প্রকাশ্য সমাবেশে যোগদান করে রাজ্যের শাসক দলকে কার্যক্রম তোপ অধীর চৌধুরী। 

{link}
রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রা চলছে। তারই সমর্থনে বুধবার বাংলার গঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত যাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ২৩ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ১০টি জেলা পরিক্রমা করবেন কংগ্রেস কর্মীরা। বিজেপি বিরোধী সকলকেই যাত্রায় শামিল হতে আহ্বান জানিয়েছেন অধীর। আজকের যাত্রায় অংশগ্রহন করেন কংগ্রেসের তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত চেল্লাকুমার, সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। এ রাজ্যে ভারত জোড়ো যাত্রার বাংলা নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড়’। এভাবেই পায়ে পায়ে দক্ষিণের সুন্দরবন থেকে উত্তরের হিমালয়ে পৌঁছবে ভারত জোড়ো যাত্রার বঙ্গীয় সংস্করণ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, দেশ জুড়ে কংগ্রেসের আবেগ, কৃষ্টি ও ধর্মনিরপেক্ষতার আদর্শকে সামনে রেখে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। আমরা বাংলায় প্রদেশ কংগ্রেসের তরফে শুরু করলাম ‘সাগর থেকে পাহাড়’। কংগ্রেস কর্মীরা পায়ে হেঁটে যাবেন জেলায় জেলায়। দুর্নীতি মুক্ত বাংলা গড়তে বদ্ধপরিকট আমরা বাংলার পাশাপাশি দুর্নীতিমুক্ত ভারত গড়তে কংগ্রেসের এই ভারত জোড় যাত্রা। স্বতঃস্ফূর্তভাবে মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে এলাকাগুলিতে। এখন এই যাত্রা চলাকালীন আরও কতো মানুষের সমর্থন পায় রাজ্যে রাজনৈতিক ভূমি হারিয়ে ফেলা কংগ্রেস। 
{ads}

news Congress Pathar Pratima Bharat Joro Yatra Adhir Ranjan Chowdhury West Bengal সংবাদ

Last Updated :