header banner

শুক্রবার দুপুরে হাওড়া স্টেশন সংলগ্ন রাস্তায় বেসরকারী বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ শুক্রবার দুপুরে হাওড়া স্টেশন সংলগ্ন দীঘা বাসস্ট্যান্ডের কাছে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। কর্তব্যরত ট্রাফিক পুলিশ ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই ব্যাক্তির নাম অসিত চক্রবর্তী। দুপুরে দুর্ঘটনার কারনে রীতীমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী থেকে শুরু করে সাধারন মানুষ। ইতিমধ্যেই ঘাতক বাসটিকে আটক করে তার চালক কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

{link}
পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ অসিত চক্রবর্ত্তী (৭২) নামের ওই ব্যক্তি হাওড়া ময়দান থেকে আসছিলেন। সেই পথেই তিনি যখন দীঘা বাসস্ট্যান্ডের বিপরীতে দাঁড়িয়েছিলেন, সেই সময়ে নেতাজি মূর্তির কাছে একটি ৭১ নং রুটের বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। তৎক্ষনাৎ গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুর্ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় মানুষেরা। ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযোগ পেয়ে ঘাতক বাসটির খোঁজ শুরু করে পুলিশ। কিছুক্ষন পর গোলাবাড়ি থানার পুলিশ বাস ও তার চালককে আটক করে। ঘটনাটির কারনে সাময়িকভাবে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও যান চলাচল ব্যহত হয়। বর্তমান পরিস্থিতি ও যান চলাচল পুনরায় স্বাভাবিক আকার ধারন করেছে। 
{ads}

news accident Howrah Station Private Bus West Bengal সংবাদ

Last Updated :