header banner

বহরমপুরে ডিওয়াইএফআই-এর মিছিল ঘিরে পুলিশের সাথে বিপুল সংঘর্ষ, উত্তপ্ত পরিবেশ

article banner

বৃহস্পতিবারে বহরমপুরে ডিওয়াইএফআই(DYFI) এর বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ। আর সেই মিছিল আটকে  দেওয়াকে কেন্দ্র করেই বিপুল সংঘর্ষের পাশাপাশি উত্তপ্ত পরিস্থিতি মিছিলকে কেন্দ্র করে। বৃহস্পতিবার সকলকে ভ্যাকসিন, বেকারদের কাজের ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে বহরমপুর রবীন্দ্র সদন থেকে ডিওয়াইএফআই(DYFI) এর কর্মী সমর্থকেরা ডিএম ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল বের করে। 


ডিএম অফিসের কাছাকাছি আসতেই বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে ডিওয়াইএফআই(DYFI) এর বিক্ষোভ মিছিল আটকে দেয়। এখান থেকেই শুরু হয় বিক্ষোভ ও বিশৃঙ্খলার। বেশ কিছুক্ষণ পুলিশ ও (DYFI) এর কর্মীদের মধ্যে বিপুল ধস্তাধস্তি চলে। শেষ পর্যন্ত ডিওয়াইএফআই(DYFI) এর কর্মীরা সেখানেই অবস্থান বিক্ষোভে সামিল হন। এদিনের বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী, রাজ্য সম্পাদক সায়ন্দীপ মিত্র সহ জেলার ডিওয়াইএফআই(DYFI) নেতা কর্মীরা। শেষ পর্যন্ত ডিওয়াইএফআই-এর থেকে তিনজন প্রতনিধিকে ডেপুটেশন দিতে যাওয়ার রাস্তা করে দেয় পুলিশ। 
 

Politics CPIM TMC Police Baharampur protest Deputation DM Minakshi Mukherjee Murshidabad West Bengal New সংবাদ রাজনীতি ডিওয়াইএফআই

Last Updated :