header banner

বিজেপির ভাষা সন্ত্রাস! দল ছাড়তে চলেছেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়

article banner

একুশের ভোট মেটার পরেই দলের উপর থেকে মোহভঙ্গ হয়েছে বহু বিজেপি নেতা ও কর্মীর। সেই তালিকায় আসতে থাকা দিনের সাথে বেড়েই চলেছে নামের সংখ্যা। বিজেপির ভাষা সন্ত্রাস! তাই দল ছাড়তে চলেছেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়া ছেড়েছেন এই নেতা, অভিনেতা। এবার ছাড়তে চলেছেন গেরুয়া-সঙ্গও। মোহভঙ্গ হওয়ার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাষা সন্ত্রাসের কারণেই তিনি গেরুয়া সঙ্গ ছাড়তে চলেছেন বলে অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি। 

{link}
বছর তিনেক আগে বিজেপিতে যোগ দেন অনিন্দ্য। তাঁর লক্ষ্য ছিল, টলিউডে শিল্পী ও কলাকুশলীদের জন্য কিছু করা। একুশের ভোটের আগে বানের জলের মতো হু হু করে বিভিন্ন দল থেকে লোকজন ভিড়ে যান বিজেপিতে। এই ‘হাওয়া মোরগে’ দলের দাপটে বিজেপির আদি নেতা কর্মী সদস্যরা চাপা পড়ে যান বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই যে লক্ষ্যে অনিন্দ্য বিজেপিতে যোগ দিয়েছিলেন, তা আর পূরণ হয়নি। তাতেই ক্ষোভ বেড়েছে এই অভিনেতার।

{link}
বিজেপির ভাষা সন্ত্রাসও দলের প্রতি বীতশ্রদ্ধ করেছে তাঁকে। একুশের ভোটের প্রচারে বেরিয়ে একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ক্ষমতায় এলে রগড়ে দেবেন বলেও মন্তব্য করেছিলেন একবার। তাতেই ক্ষিপ্ত এই অভিনেতা। অনিন্দ্য বলেন, আমি বরাবরই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। দিলীপ ঘোষের মতো একজন নেতা যদি অভিনেতা অভিনেত্রীদের রগড়ে দেব বলেন, তাহলে নিচুতলার কর্মীরা তা শুনে আরও খারাপ কিছু বলতেই পারেন। অনিন্দ্য বলেন, বাংলাকে ঠিক মতো বোঝার চেষ্টাই করেনি বিজেপি! তাই বিজেপিতে থাকার আগ্রহ হারিয়েছেন এই নেতা-অভিনেতা।
{ads}

news politics BJP entertainment West Bengal Dilip Ghosh. TMC Mamata Banerjee রাজনীতি পশ্চিমবঙ্গ

Last Updated :