header banner

বিজেপির দেখানো পথেই ত্রিপুরা জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস

article banner

একসময় রাজ্যে ঠিক যেভাবে বিজেপি জয়ের লক্ষ্য এগিয়েছিল, এবার সেইভাবেই বিজেপির দেখানো পথেই ত্রিপুরা জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস! ভাবা কঠিন হলেও এটাই বাস্তব সত্য। ঘাসফুল শিবিরের একটি পরিকল্পনা প্রকাশ্যে আসতেই এমন জল্পনা ছড়িয়েছে রাজ্য জুড়ে। বাংলা দখলে যেভাবে ঘন ঘন দিল্লি কলকাতা করতেন গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতারা, সেভাবেই এখন থেকে কলকাতা ত্রিপুরা করবেন তৃণমূল নেতারা। দলীয় নেতৃত্বের স্থির বিশ্বাস, এতেই রয়েছে কিস্তিমাতের সম্ভাবনা। এখন প্রশ্ন হচ্ছে যেভাবে বিজেপি বহিরাগত হওয়ার কারনে রাজ্যে ভোটের ফলপ্রকাশের পর মুখ থুবড়ে পড়ে, সেহেন অবস্থা তৃণমূলেরও হবে না তো?   


২০২৩এ বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। এখন থেকেই দলের অন্দরে চওড়া হতে শুরু করেছে ফাটল। গেরুয়া শিবিরের এই সূচিছিদ্র পথেই ত্রিপুরায় পা রাখতে চলেছে তৃণমূল। পঁচিশ বছরের বাম শাসনের জেরে ক্লান্ত ত্রিপুরাবাসী ক্ষমতায় আনে বিজেপিকে। তার পর থেকেই একের পর এক অভিযোগ উঠতে থাকে বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই তৃতীয় বিকল্পের খোঁজে ত্রিপুরাবাসী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলই হতে চলেছে সেই বিকল্প। 

{link}
ত্রিপুরাবাসীর নাড়ি বুঝতে পেরেছে তৃণমূলও। সেই কারণেই আরও বেশি করে ত্রিপুরা জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে দল। ত্রিপুরায় গিয়েছে ইলেকশন স্পেশালিস্ট পিকের সংস্থা আইপ্যাক। কাজও শুরু করে দিয়েছে তারা। তার পরেই একে একে বিপ্লব দেবের রাজ্যে গিয়েছে ব্রাত্য বসু, মলয় ঘটক, কুণাল ঘোষ। দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়েছেন ত্রিপুরেশ্বরীর রাজ্যে। তৃণমূলের একটি সূত্রের খবর, এবার থেকে দু মাস অন্তর অভিষেক যাবেন ত্রিপুরা। সেপ্টেম্বরে সেখানে রোড শো করতে পারেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ইমেজও কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে ত্রিপুরা তৃণমূলের। ওই মাসেই তাঁকে দিয়ে করানো হতে পারে জনসভাও। শুধু তাই নয়, নির্বাচন যত এগিয়ে আসবে, ততই ঘন ঘন ত্রিপুরা সফরে যাবেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। ঘাসফুল শিবিরের ভোট ম্যানেজারদের ধারণা, তাতেই মুখ থুবড়ে পড়বে বিপ্লব দেবের সরকার।


কিন্তু জয়লাভ করলে প্রশ্ন উঠছে কে হবেন মুখ্যমন্ত্রী? অভিষেক বন্দ্যোপাধ্যায়? তবে তার দায়িত্ব আরও অনেক বেড়ে যাবে? তবে কি দেবাংশু? সেই কারনেই তাকে দূরে রাখা হয়েছে রাজ্যের সমস্ত দায়িত্ব থেকে? খুব ভিত্তিহীন কথা কিন্তু নয়, হলেও অবাক হওয়ার কিছু হবে না। সবটাই এখন নির্ভর করছে আসন্ন সময়ের উপর। 
{ads}

news politics BJP TMC Narendra Modi Abhishek Banerjee Mamata Banerjee West Bengal India সংবাদ রাজনীতি

Last Updated :