header banner

ভোট পরবর্তী হিংসায় ডোমজুড় থানায় ৬ জনকে জেরার পর ২ জন কে গ্রেপ্তার সিবিআই-এর

article banner

কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমেছে সিবাআই। ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে ইতিমধ্যেই রাজ্যের নানা অভিযোগ উঠে আসা যায়গায় গিয়ে জিঞ্জাসাবাদ ও তদন্ত শুরু করেছেন তারা। গতকাল অর্থাৎ সোমবার তারা আসেন হাওড়ার ডোমজুড়েও। সেইখানেই তদন্তে নেমে অক্ষয় সামন্ত ও দেবাশীষ দে নামের দুজনকে গ্রেফতার করল সি বি আই।

{link}
মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ ছিল ওই এলাকার ঘটনায়। গতকাল ছয় জনকে ডোমজুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। চারজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য সাতজনকে তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। যে দুজন গ্রেফতার হয়েছে তারা ছাড়া বাকিদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে। 

{link}
উল্লেখ্য বিষয় ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া রাজীব পল্লীতে বিজেপি কর্মী ও তাদের পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে। শ্লীলতাহানি মারধর ভাঙচুরের অভিযোগ করা হয় থানায়। তারপর এবিষয়ে থানায় অভিযোগ জমা পড়লে পুলিশ সেভাবে তদন্ত করেনি বলে অভিযোগ ওঠে। অভিযুক্তরা গত ৩০ শে আগস্ট জামিন নেয় হাওড়া আদালত থেকে। কিন্তু তদন্তে নেমে বেশ বিষয়ে অসঙ্গতি পায় সিবিআই আধিকারিকরা। যে কারনে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এই ঘটনার জন্য আরও কাউকে গ্রেপ্তার করা হয় কি না, তাই দেখার বিষয়। 


{ads}

news Politics Violence Post Poll Violence Domjur TMC BJP fight CBI Investigation CBI West Bengal India সংবাদ রাজনীতি

Last Updated :