header banner

হাওড়া হাসপাতালে জ্বরে আক্রান্ত কিশোরীর মৃত্যুতে গাফিলতির অভিযোগে বিক্ষোভ উত্তপ্ত পরিস্থিতি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: জ্বরে আক্রান্ত কিশোরীর মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়া জেলা হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ছুটে এলো হাওড়া থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু হয়েছে বিক্ষোভ। জানা গেছে, ১৪ বছরের মৃত কিশোরীর নাম সাইনা পারভীন। বাড়ি ডোমজুড়ের বাঁকড়া ছোট পেয়াদাপাড়ায়। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসার গাফিলতিতে ওই কিশোরীর মৃত্যুকে ঘিরে শুক্রবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া জেলা হাসপাতালে। 

{link}
পরিবার সূত্রে খবর, ওই কিশোরীকে জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যেয় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সাইনার মৃত্যু হলে তার পরিবারের লোকজন হাসপাতালে এসে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ বারবার চিকিৎসকদের বলা সত্ত্বেও ওই কিশোরীর সঠিক চিকিৎসা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের গাফিলতির কারণেই ওই কিশোরীর মৃত্যু হয় বলে অভিযোগ তাঁদের। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে হাওড়া থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। কিশোরীর মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার। তারা তাদের অভিযোগে অনড়। তাদের অভিযোগ, একাধিকবার নার্সদের অভিযোগ জানালেও শোনা হয়নি, ডাক্তারদেরও অভিযোগ অত্যন্ত খারাপ। যদিও এহেন অভিযোগ এর আগেও উঠেছে এই হাসপাতালের বিরুদ্ধে। 
{ads}

news Howrah Howrah Hospital death West Bengal সংবাদ

Last Updated :