header banner

আনিসের বাড়ি দেখা করতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন রাজ্যের দুই মন্ত্রী পুলক রায় ও ববি হাকিম

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ আনিসের মৃত্যুর ৪২ দিন পরে আজ রাজ্যের দুই মন্ত্রী ববি হাকিম ও পুলক রায় যান আমতার আনিসের বাড়িতে। কিন্তু বাড়িতে পৌছানোর আগেই গ্রামের মানুষ তাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান, ওঠে গো ব্যাক স্লোগান। শেষ পর্যন্ত বিক্ষোভের জেরে আনিসের বাড়িতে ঢুকতেই ব্যার্থ হন রাজ্যের দুই মন্ত্রী। ফিরে আসতে বাধ্য হন তারা। 

{link}
আনিসের রহস্যজনক মৃত্যুর ৪২ দিন পরে এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারন অজানাই। ধীর গতিতে হচ্ছে তদন্ত। সিটের তদন্তে বিশ্বাস নেই আনিসের পরিবারের। যে কারনে তারা চাইছেন সিবিআই তদন্ত। সদ্য বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের হাড় হিম করা ঘটনার পরে মহামান্য আদালতের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। আনিস খানের পরিবারও চাইছেন তাদের ছেলের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হোক সিবিআই-এর হাত ধরে। 

{link}
আনিস খানের মৃত্যুর পরে মোটা টাকা এবং চাকরির টোপ দেওয়া হয়েছিল বলে জানান আনিসের বাবা। তিনি বলেন, তার টাকার প্রতি লোভ নেই, নেই চাকরির লোভ। লোভ একটাই, তার ছেলের মৃত্যুর পূর্নাঙ্গ তদন্ত, দুর্ভাগ্যের বিষয়, সেই তদন্ত এখনও পর্যন্ত চলছে ভীষন শ্লথ গতিতে। দুজন অধস্থন পুলিশকর্মীকে গ্রেপ্তার করে ফিকে করে দেওয়া হয়েছে আনিস খুনের ঘটনা। এখনও পর্যন্ত এই ঘটনার পিছনে রাঘব গোয়ালরা রয়েছে আড়ালে। এমনটাই অভিযোগ আনিসের পরিবারের। 
{ads}

Anis Khan Murder Case Pulak Ray Firhad Hakim politics West Bengal সংবাদ রাজ্য

Last Updated :