header banner

শুক্রবার সকালেও উত্তপ্ত শিবপুরে পরিস্থিতির, নামানো হল র‍্যাফ, বিকেলের পর শান্ত পরিস্থিতি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গতকাল রাম নবমীর মিছিল থেকে অশান্তির শুরু। গতকাল রাতের অশান্ত পরিস্থিতির পর আজও তান্ডব অব্যাহত হাওড়ার শিবপুর এলাকায়। শুক্রবার ফের বেলার দিকে গতকালের ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। কাচের বোতল ছোঁড়া হয়। কয়েকজন এই ঘটনায় জখম হন। এদিন কার্যত বিক্ষোভের নামে তান্ডব চলে। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আতঙ্কে ঘরের মধ্যে আশ্রয় নেন এলাকার বাসিন্দারা। এদিনের পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। এদিন নতুন করে অশান্তি শুরু হলে মানব প্রাচীর তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এদিকে, এই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

{link}

এই অশান্ত পরিবেশের কারনে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় এলাকাবাসী। পুলিশের বিপুল বাহিনী সকাল থেকেই ঘটনাস্থলে থাকা সত্ত্বেও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দুপুরের পর থেকে ক্রমাগত দোকানে ভাংচুর চালানো হয়। ইঁট ছোঁড়া হয় ফ্ল্যাটবাড়ি ও অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুনরায় এলাকায় র‍্যাফ নামায় পুলিশ। বর্তমানে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে শিবপুর এলাকা। অশান্তির কারনে কার্যত আইন শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে বিকেলের পর থেকে শান্ত হয়েছে পরিস্থিতি।

{ads}

news Howrah Shibpur West Bengal সংবাদ

Last Updated :