header banner

হাওড়া স্টেশন ছাড়তেই চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন রেলের বগি, বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফের দুর্ঘটনার কবলে দূরপাল্লার ট্রেন। রবিবার সকালে হাওড়া স্টেশন ছেড়ে রওনা হতেই ইস্পাত এক্সপ্রেসের বগির কাপলিং খুলে গিয়ে বিপত্তি। বগিকে পিছনে রেখেই বেশকিছুটা এগিয়ে যায় ইঞ্জিন। যার ফলে একই রেল লাইনে ইঞ্জিনের সাথে সম্পূর্নরূপে বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কয়েকটি বগি। তবে ট্রেনের গতি খুব বেশি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদি গতি বেশি থাকত, তাহলে আরও বড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। খবর পেয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগি জোড়ার কাজ শুরু করে রেল কতৃপক্ষ। ঘটনার জেরে দীর্ঘক্ষন ব্যাহত দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা।

{link}
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এদিন সকালে ন’টা নাগাদ হাওড়া ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। কারশেড পৌঁছনোর পরই ইঞ্জিনের পিছনে থাকা তিন নম্বর বগির কাপলিং খুলে যায়। এদিকে গতিশীল অবস্থায় থাকায় বগিকে পিছনে ফেলে বেশকিছুটা এগিয়ে যায় ইঞ্জিনটি। ট্রেনের গতি বেশি থাকলে ভয়াবহ দুর্ঘটনার সম্ভবনা ছিল। তবে ট্রেনের গতি কম থাকায় বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা। এর আগেও একাধিকবার ট্রেনের কাপলিং খুলে দুর্ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্য বিষয়, এদিন ট্রেনটি ছাড়ার কথা ছিল সকাল ৭টায়, তার পরিবর্তে ট্রেনটি ছাড়ে সকাল ৯ টা নাগাদ। এইখানেই যাত্রীদের দীর্ঘক্ষন সময় চলে যায়। উপরন্তু এই ঘটনার কারনে আরও এক থেকে দেড় ঘন্টা লাইনেই আটকে রয়ে যায় ট্রেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ট্রেনটিকে টেনে সাঁতরাগাছি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই বগিটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যদি দেখা যায় সংশ্লিষ্ট বগিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে, তাহলে সেটিকে বাদ দিয়েই চালানো হবে ট্রেন। সেক্ষেত্রে যাত্রীদের বিপদ আরও বাড়বে।
{ads}

news Howrah Station Train West Bengal accident সংবাদ

Last Updated :