header banner

হার না মানা মনোভাবের কারনেই রাজীবের 'প্রত্যাবর্তন' সম্ভব হয়েছে তৃণমূলে

article banner

বর্তমানের বঙ্গ রাজনীতিতে সর্বাধিক আলোচনার বিষয় হচ্ছেন, রাজীব ব্যানার্জি। গতকাল ত্রিপুরায় তার যোগদান করার পর সেই যে তাকে ঘিরে তর্ক বিতর্ক শুরু হয়েছে, তা আর থামার নাম নেই। কিন্তু তার এই ফেরার যে পথ তা কিন্তু আদৌ খুব একটা মসৃণ ছিল না। কালীঘাটের দরজা খুলবে না জেনেও হাল ছাড়েননি। প্রায় নিয়ম করে যোগাযোগ রেখে গিয়েছিলেন তৃণমূল নেতাদের সঙ্গে। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই হার না মানা মনোভাবই তাঁকে ফেরাল তৃণমূলে বলে মতামত অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞের। রবিবাসরীয় দুপুরে ত্রিপুরায় গিয়ে রাজীব যোগ দিলেন জোড়াফুল শিবিরে। প্রকাশ্যে করেছেন নিজের ভুলের ‘প্রায়শ্চিত্ত’-ও। 

{link}
একুশের বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে ধরাশায়ী হন পদ্ম-প্রার্থী রাজীব। প্রতীক বদলাতেই মুখ থুবড়ে পড়েন তিনি। পাঁচ বছর আগে যে আসনে এক লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন রাজীব, একুশের ভোটে সেই আসনেই তিনি হারেন ৪২ হাজার ভোটে। এর পরেই মোহভঙ্গ হয় রাজীবের। মমতা-প্রশস্তি গেয়ে তৃণমূল নেত্রীর মানভঞ্জন করার চেষ্টা চালিয়ে যান তিনি। নানা অছিলায় দেখা করতে শুরু করে দেন তৃণমূল নেতাদের সঙ্গে। রাজীবের এই হার না মানা জেদই সুগম করে দেয় তাঁর তৃণমূলে ফেরার পথ।

{ads}
এদিন তৃণমূলে যোগ দিয়ে রাজীব বলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে ভুল করেছিলাম। আজ অনুতাপ হয়। আমি লজ্জিত। আমি বলতে চাই, আমি যে ভুল করেছি, সেই ভুল যেন আর কেউ না করেন। তিনি বলেন, সেদিন যদি তাঁদের কথা শুনতাম, তবে আরও সঠিক দিশা দেখতে পেতাম।

{link}
সে যাই হোক, কথাতেই আছে ‘শেষ ভালো যার, সব ভালো তার’, মাটি আঁকড়ে পড়ে থাকার কারনেই বেশ কয়েকজন তার মতো দলবদলুরা যেমন সোনালি গুহের মতো মুখেরাও দলে ফেরার সুযোগ না পেলেও তিনি নিজের জন্য ঘাসফুল শিবিরের দরজা খুলতে সক্ষম হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে পূর্বে ঠিক তার দলে যতোটা সন্মান ছিল, তা তিনি আদৌ ফিরে পাবেন কি? 
{ads}

news Rajib Banerjee TMC BJP Tripura Abhishek Banerjee Mamata Banerjee West Bengal politics India রাজীব ব্যানার্জি তৃণমূল কংগ্রেস

Last Updated :