header banner

রামপুরহাটের ঘটনায় নিহত পরিবারের সদস্যদের জন্য রান্নার ব্যাবস্থা সাঁইথিয়া তৃণমূল কংগ্রেসের

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ রামপুরহাটের বগটুই গ্রামে গত সোমবার যে ঘটনা ঘটে তারপর নিহত পরিবারের জীবিত সদস্যরা আশ্রয় নেন সাঁইথিয়ার বাতাসপুর গ্রামে। সেখানে ঘটনার পর থেকেই তারা রয়েছেন।

{link}
রবিবার এই সকল পরিবারের সদস্যদের রান্না করা খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করল সাইথিয়া তৃণমূল কংগ্রেস। প্রশাসনের সহযোগিতায় এদিন এই রান্নার ব্যবস্থা করা হয়েছে। মূলত ভাত ডাল মাছ রান্না করা হচ্ছে তাদের জন্য। রান্না করা সেই খাবার পৌঁছে দেওয়া হবে মিহিলাল শেখ এবং তার পরিবারের জীবিত সদস্যদের কাছে। বর্তমানে রাজ্য প্রশাসনের তৎপরতায় খুশি মিহিলাল শেখ। গতকাল থেকে শুরু হয়েছে ঘটনাটির সিবিআই তদন্ত। এখনও পর্যন্ত কোন সমাধান মেলেনি। তবে শেষ পর্যন্ত দ্রুত তদন্তের ফল বের হবে এবং তারপর তারা ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন মিহিলাল ও তার পরিবার। 
{ads}

news Rampurhat Bagtui TMC politics family food Trinamool Congress Sathia West Bengal India সংবাদ

Last Updated :