নিজস্ব সংবাদদাতা, বারুইপুর:- রামপুরহাটের গণহত্যার ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় কয়েকশো বিজেপি কর্মী। এদিন বিক্ষোভের পাশাপাশি বারাইপুর কুলপি রোড অবরুদ্ধ করে দেন বিজেপি কর্মীরা।
{link}
বিজেপি কর্মী সমর্থকদের দাবি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে কোন রাজনৈতিক রঙ দেখে রিয়াদ করা যাবে না। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি উত্তম কর ও মহিলা নেত্রী শর্বরী মুখার্জি সহ একাধিক বিজেপির শীর্ষস্থানীয় নেতা নেতৃত্ব। গণহত্যার প্রতিবাদে অবিলম্বে মুখ্যমন্ত্রীর ও রাজ্যের পুলিশের পদত্যাগ দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে। দোষীদের শাস্তি পেতেই হবে। কে কোন দল করে সেটা দেখা হবে না। দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।
{link}
রাজ্যে শাসন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্যের দুষ্কৃতীরা যে যেখানে যেটা মনে করছে সেটাই করছে। রাজ্যে নেই কোন আইন ব্যাবস্থা। পৌরসভা ভোটের আগে থেকেই শুরু হয়েছে এই হত্যালীলা। তবে এই হত্যালীলার শেষ কোথায় বা আদৌ এর কোন শেষ আছে কিনা তা জানা নেই কারোর।
{ads}