header banner

দোড়গোড়ায় পুরসভা নির্বাচন, রানাঘাটে শোভাযাত্রা করে মনোনয়ন জমা বিজেপি প্রার্থীদের

article banner

নিজস্ব সংবাদদাতা ,নদীয়া – ফেব্রুয়ারীর শেষে রাজ্যে পুরসভা নির্বাচন । নির্বাচন কে সামনে রেখে রাজনৈতিক মহলে প্রস্তুতিও তুঙ্গে । রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি নদীয়ার ১০টি পুরসভাতেও নির্বাচন। তাই আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নদীয়া রানাঘাট পৌরসভার কুড়ি টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রানাঘাট সদর মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন  জমা দিলেন।

{link}

সুত্রের খবর ,নদীয়ার রানাঘাটের বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এদিন বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মী সমর্থকেরা সুসজ্জিত পদযাত্রা করে এসডিও অফিসে এসে পৌঁছান। এরপর একে একে মনোয়ন জমা দিয়ে পৌর নির্বাচনে একশো শতাংশ জয় লাভ করার দাবি নিয়ে আগামী দিনে দুর্নীতিমুক্ত রানাঘাট পৌরসভার বোর্ড গঠন করবে বিজেপি  এমনটাই দাবি করেন বিধায়ক সহ প্রাথীরা।

{link}

কিছুটা হলেও রানাঘাটে এগিয়ে আছে বিজেপি।বিজেপি এবং তৃনমূলের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। রাজনীতির ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়বে না বামেরা।শেষ পর্যন্ত রানাঘাট পুরসভার দখল কাদের হাতে যাবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে ফল ঘোষণার দিন পর্যন্ত।

{ads}

news Ranghat corporation election BJP candidates nomination West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :