header banner

গাড়িতে উদ্ধার বিপুল পরিমান টাকা, রানিহাটিতে আটক ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনা রানিহাটিতে। গাড়ি ভর্তি টাকা সহ আটক তিন কংগ্রেস বিধায়ক। শনিবার হাওড়ার রানিহাটিতে হাওড়া গ্রামীণ পুলিশ তাদের সেই টাকা সহ আটক করে। পাঁচলার রানীহাটিতে এই গাড়ি আটকের খবর রীতিমতো উঠে আসে শিরোনামে। যে গাড়িটি আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা বলে দাবি সূত্রের। 

{link}
বিপুল পরিমাণ টাকা উদ্ধারের এই ঘটনায় বিপুল জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ওই টাকা উদ্ধার করেছে। টাকার পরিমাণ এখনো জানা যায়নি। মেশিন আনিয়ে ওই টাকা গোনা হবে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার কলকাতার থেকে কোলাঘাটগামী একটি কালো রঙের গাড়িকে জাতীয় সড়কে হাওড়ার রানীহাটি মোড়ে আটকায় পুলিশ। জানা গেছে, ওই গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, ইরফান আনসারি এবং নমন দিক্সিল। গাড়ির তল্লাশি করে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে পুলিশ। সমস্ত টাকাই ছিল গাড়ির পিছনের ডিকি তে। কংগ্রেস বিধায়কদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। হাওড়া গ্রামীণ  পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানান, আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল শনিবার বিকেলে একটি গাড়ি করে প্রচুর পরিমাণ টাকা পাচার করা হবে। সেইমতো এদিন বিকালে জাতীয় সড়কে রানীহাটি মোড়ে পুলিশ গাড়িটিকে আটকায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। তদন্ত চলছে। তবে যেহেতু এই টাকা উদ্ধার হয়েছে তিনজন বিধায়কের গাড়ি থেকে, সেই কারনেই ব্যাপারটি নিয়ে জল্পনা বৃহৎ আকার ধারন করেছে। 
{ads}

news Ranihati MP Jharkhand MLA cash black money recovered Howrah Rural police Howrah West Bengal India সংবাদ

Last Updated :