নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালে প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষের ৭৯ দিনের মাথায় এবছর ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। দীর্ঘকালীন কোভিডের কারনে বিরতির পর ফের ফলপ্রকাশের আনন্দ ও উচ্ছ্বাস রাজ্যজুড়ে। এবছরের মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই ও পূ্র্ব বর্ধমানের রৌণক মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানেও রয়েছেন দুই পরীক্ষার্থী। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার ও ঘাটালের রৌণক মণ্ডল। যদিও প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী রৌণক মণ্ডল-এর ক্ষেত্রে নাম এক হলেও ব্যাক্তিত্ব ভিন্ন। দু’ জন দুই জেলার পরীক্ষার্থী। এর পাশাপাশি তৃতীয় স্থানেও রয়েছেন দুইজন আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।
{link}
শুক্রবার সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। মোট পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবছর মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। পাশের হারের হিসেবে সামান্য পিছিয়ে ছাত্রীরা। পর্ষদ সভাপতি জানিয়েছেন, চলতি বছরে পাশের নিরিখে এবছর প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় পশ্চিম মেদিনীপুর। সাফল্যের হারের নিরিখে চতুর্থ স্থানে কলকাতা। ফলপ্রকাশের ১৫ দিনের মধ্যে স্ক্রুটিনির জন্য আবেদন করতে হবে অনলাইনে, জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
{link}
পরিক্ষার ফলপ্রকাশের পর থেকে কোথাও ভালো নম্বর প্রাপ্তির আনন্দ কোথাও আবার সামান্য বিষাদ… গলায় আক্ষেপের সুর, ‘ইস… আরেকটু যদি ভালো হত’। সবমিলিয়ে যেন জীবনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে দিল মাধ্যমিকের ফলপ্রকাশ। এই প্রাপ্তির স্বাদ একমাত্র বুঝবেন পরিক্ষার্থীরাই, আর কিছুটা বুঝবেন অভিভাবকরাও… লড়াই ও চিন্তা দুই…ই তাদেরও ছিল বইকি।
{ads}