নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ করোনার প্রকপ কাটিয়ে ছন্দে ফিরেছে পৃথিবী। ২০২১পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরিক্ষা লিখিতভাবে না হলেও, ২০২২-এ আবার আগের মতোই পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে মাধ্যমিক পরিক্ষার্থীরা পরিক্ষা দেয়। মাধ্যমিক ২০২২ লিখিত পরিক্ষার ফলপ্রকাশ হয়েছে আজ।
{link}
মধ্যশিক্ষ পর্ষদের পক্ষ থেকে রেজাল্ট ঘোষনা করার পর দেখা যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জয়জয়কার। রাজ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানে রৌনক মণ্ডল। খবর টিভিতে সম্প্রচার হতেই খুশীর হাওয়া বাড়িতে। রৌনকের বাবা মা ছেলের কৃতিত্বে আল্পুত। তাকে ধরে আদর করে মৃষ্টিমুখ করানো হয় সংবাদমাধ্যমের সামনেই।
{link}
বর্ধমান শহরের সিএমএস হাই স্কুলে রৌনক মন্ডল ৬৯৫পেয়ে রাজ্যে যুগ্ম প্রথম স্থান দখল করেছে। স্কুল শিক্ষক কুন্তল মন্ডলের ছেলে রৌনক বর্ধমান শহরের গোলাহাট এলাকায় ভাড়া থাকে। রৌনকের বাবা জানায় ছেলে লেখাপড়ার জন্যই খন্ডঘোষ ব্লকের কুকুরা গ্ৰাম ছেড়ে বর্ধমান শহরে থাকা। ছেলের সাফল্যে রৌনকের বাবা এবং মা বলেন তাদের পরিশ্রম সফল হয়েছে। রৌনক জানান আগামীতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় সে। এই সাফল্যের পিছনে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও গৃহশিক্ষকদের সাহায্য সহযোগীতাতেই এই সাফল্য বলে জানিয়েছেন প্রথম স্থানাধিকারী রৌনক। সকাল থেকে বাড়িতে বহু মানুষের আনাগোনার মাঝে তার মুখের চওড়া হাঁসিই জানিয়ে দিচ্ছে নিজের কৃতিত্বে আজ ঠিক কতোটা খুশী সে।
{ads}