header banner

বাঘের নিত্য দর্শন মিলছে ম্যানগ্রোভ অরন্যে, পর্যটন শিল্প ছন্দে ফিরছে সুন্দরবনে

article banner

সুদেষ্ণা মন্ডল, সুন্দরবন:  একটা নয়, একেবারে জোড়া বাঘ। গাছের ফাঁকে প্রথমে দুজনকে আলাদা দেখা যায়। এরপর দুটোকেই পাশাপাশি বসে থাকতে দেখা যায়। একেবারে রাজকীয় চালে তারা বসে নিজেদের রাজত্বে। এখনও হাড় কাঁপানো ঠান্ডা পড়েনি। তবে এই সময়টাতেই সুন্দরবনে উপচে ওঠে ভিড়, মূলত এটাই পর্যটনের সময় ম্যানগ্রোভ অরন্যে। গত কয়েকবছর করোনা অতিমারির জেরে পর্যটকরা সেভাবে বেড়াতে যেতে পারেননি। তবে এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। শীতের শুরুতেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন সুন্দরবনে। আর সুন্দরবনের বাঘ মামাও নিরাশ করছে না পর্যটকদের। একেবারে ফ্য়ামিলি নিয়ে পর্যটকদের দর্শন দিচ্ছে তারা। আর এতেই মন ভরে যাচ্ছে পর্যটকদের। 

{link}
বেশ কয়েক বছর ধরে করোনা মহামারীর কারণে সুন্দরবনের পর্যটন কেন্দ্র গুলি বন্ধের মুখে দাড়িয়ে ছিল। কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে। কলকাতা সহ বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে বহু পর্যটকেরা ভিড় করেছে সুন্দরবনের। পর্যটকদের মন কেড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। আশায় বুক বাঁধছেন সুন্দরবনের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত থাকা ট্যুর অপারেটরা। ট্যুর অপারেটরের মালিক নিউটন সরকার বলেন, সুন্দরবনের মূল আকর্ষণ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। ইতিমধ্যে বহু পর্যটকেরা শীতের মরশুমে সুন্দরবনের বাঘের দেখা পেয়েছে। বেশ কয়েক বছর ধরে করোনা মহামারী জেরে বন্ধ হয়ে গিয়েছিল ব্যবসা। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল আমাদের। এবছর শীতের মরশুমে ইতিমধ্যে বহু পর্যটকেরা সুন্দরবনে ঘুরতে এসছে এবং বাঘের দর্শন পেয়েছে। আশা করি এবছর ব্যবসা ভালো হবে আর্থিক ক্ষতি কাটিয়ে আবারো ঘুরে দাঁড়াতে পারবে সুন্দরবনের পর্যটন শিল্প। তাহলে, এবার ছুটি পেলে শীতের আমেজে ব্যাঘ্রদর্শন পেতে আপনিও চলে আসতেই পারেন রয়েল বেঙ্গল টাইগারের রাজত্বে। 

{ads}

news Royal Bengal Tiger Mangrove forest Tourism সংবাদ

Last Updated :