header banner

সরস্বতী পুজো কে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, হাওড়ায় কলেজের গেট থেকেই ফিরল প্রতিমা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শাসক দলের 'গোষ্ঠীদ্বন্দ্বে'র জের, কলেজের গেট থেকেই ফিরে গেল সরস্বতী প্রতিমা। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড় আজাদ হিন্দ কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকোন্দলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ। যার ফলে সরস্বতী পুজোর আগের দিনে প্রস্তুতি চলাকালীন কলেজের গেট থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সরস্বতী প্রতিমা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ।

{link}
সূত্রের খবর, হাওড়ার ডোমজুড় আজাদ হিন্দ কলেজে সরস্বতী পুজো নিয়ে তৃণমূল দুই গোষ্ঠীর বিবাদ চরমে। সরস্বতী ঠাকুর নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে ঢোকে একপক্ষ। অন্যপক্ষ তখন আল্পনা দিচ্ছিল। তারা বাধা দেয়। কলেজে উত্তেজনা ছড়ায় এই ঘটনায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। আপাতত দু পক্ষকে কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কলেজ চত্বর থেকে। তবে ঘটনাটিকে কেন্দ্র করে কলেজ চত্বর এখনও রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে। 
{ads}

news Saraswati Puja West Bengal Howrah College সংবাদ

Last Updated :