header banner

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার দেখলেই ছিঁড়ে দিন- বালির বিধায়কের মন্তব্য বিতর্ক হাওড়ায়

article banner

নিজস্ব সংবাদদাতাঃ অর্পিতার মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডির তল্লাশিতে নোট উদ্ধার-কান্ডে এবার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বিজেপির পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হাওড়ার বালিতে দলের হোয়াটস অ্যাপ গ্রুপে কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়কের স্পষ্ট নির্দেশ, নেত্রীকে অপমান ও কুৎসা করা এরকম পোস্টার দেখলেই তা ছিঁড়ে খুলে দিন। তার এই নির্দেশের ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক বেঁধেছে রাজনৈতিক মহলে। শুরু হয়েছে জল্পনা। 

{link}
বালির তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়ের এই নির্দেশ নিয়ে বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বক্তব্য, দেশে গণতন্ত্র আছে। এখানে মানুষের অভিব্যক্তির স্বাধীনতা আছে। আপনারা এতদিন নেত্রীর সততার প্রতীক দিয়ে হোর্ডিং লাগালেন কে তা ছিঁড়ে দিলো ? আজকে যখন কোটি কোটি টাকা লুট করা হয়েছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হয়েছে, কেলেঙ্কারি হয়েছে তার দায় তো বাংলার মুখ্যমন্ত্রীকে নিতেই হবে। তাই পোস্টার দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়ে আসলে বালির বিধায়ক কর্মীদের উস্কানি দিচ্ছেন। এই নিয়ে কোথাও বিশৃঙ্খলা হলে বিজেপি ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। একইভাবে এই প্রসঙ্গে বিধায়কের মন্তব্য, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন, সেইখানে বিরোধীদের বলার কোন যায়গা নেই। তার তারা এইসব ভুলভাল কুৎসা রটাচ্ছেন। নেত্রীর বিরুদ্ধে এহেন পোস্টার কর্মীদের ভাবাবেগে আঘাতপ্রদান করছে। তাই মানহানির মামলা হলেও এই বিষয়ে তিনি পিছু হটতে রাজি নন। ব্যাপারটি নিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার রাজনৈতিক মহল। 
{ads}

news SSC scam Partha Chatterjee ED CM Mamata Banerjee poster controversy TMC BJP MLA Rana Chatterjee Bally Howrah West Bengal সংবাদ

Last Updated :