header banner

সালকিয়ায় শীতলা মায়ের স্নানযাত্রা উৎসব কে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, চলল গুলি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শীতলা মায়ের স্নান যাত্রা উপলক্ষে চলছিলো বিভিন্ন অনুষ্ঠান।আর এই অনুষ্ঠানকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে।ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার চকপারা এলাকায়। সূত্রের খবর লিলুয়ার চকপারা এলাকায়  শীতলা মায়ের স্নান যাত্রা উপলক্ষে জাঁকজমকপূর্ণ ভাবে চলছিলো বিভিন্ন অনুষ্ঠান। ঠিক সেই সময় কিছু সমাজববিরধী দল পূজোর স্থানে এসে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। স্থানীয় কিছু মানুষ ঘটনাটির প্রতিবাদ করায় ওই সমাজবিরোধী দলটি তাদের উপর আক্রমণ করে।

{link}
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ,সন্ধ্যেবেলা মায়ের ভোগ বিতরনের সময় অভিযুক্তরা প্রথমে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং উপস্থিত কয়েকজন কে গুলি করে মারার হুমকি দেন। এরপর তারা প্রথমে শুন্যে গুলি ছোঁড়ে তারপর অভিযোগকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। এমনকি বোমা ছোঁড়ার অভিযোগ করা হয়েছে সমাজবিরধী দলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।  

{link}
গত ছয় মাসেরমধ্যে হাওড়া সিটি পুলিশের এলাকায় বেড়েছে দুষ্কৃতীদের অস্বাভাবিক তাণ্ডব।সাঁকরাইল থানা এলাকায় গৃহবধূর পেটে রড ধুকিয়ে দেওয়া থেকে শুরু করে হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোডে দিনের বেলায় আইনজীবী কে কুপিয়েছিল দুস্ক্রিতিরা।কয়েকদিন আগে হাওড়ার ব্যাদ্রাথানা এলাকায় ঘটেছে এক কোটি টাকা ডাকাতির ঘতনা।গতকাল রাতে লিলুয়া থানা এলাকার চকপারায় ঘটেছে দুষ্কৃতী তাণ্ডবের ঘতনা।পুলিশের নিস্রিয়তা নিয়ে প্রশ্ন উথেছে নাগরিক মহলে।
{ads}

news Salkia Ma Sitala Snan Yatra festival fight crime police West Bengali clash India বোমাবাজি গুলি সংবাদ

Last Updated :