header banner

দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হুগলীর সাংস্কৃতিক দলের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ আগামী সোমবার রাইসিনা হিলে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। যে খবরে খুশির হাওয়া ভারতবর্ষের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের মধ্যে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। একে একে তারা সকলেই চলেছেন সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে। 

{link}
আমন্ত্রণ পেয়েছেন হুগলির বৈঁচির রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দলও। ওই দলের ২৭ জন আদিবাসী শিল্পী ঢোল, মাদল ,ধামসা , কাসর এবং বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন আজ সকালে। শনিবার সকাল আটটা নাগাদ হাওড়া স্টেশনের নয় নম্বর প্লাটফর্ম থেকে পূর্বা এক্সপ্রেসে চেপে ওই শিল্পীরা দিল্লির উদ্দেশ্যে রওনা হন। তারা জানিয়েছেন রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তারা খুব খুশি। একগাল হাঁসি, হাতে দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছাবার্তার ব্যানার সকলে নিজ শিল্পীসত্ত্বা নিয়ে চললেন ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতির শপথগ্রহন অনুষ্ঠানকে উজ্জ্বল করে তুলতে। তাদের এই যাত্রা শুভ হোক… 
{ads}

news Santhal Draupadi Murmu India's first Tribal President Oath Ceremony Howrah India সংবাদ

Last Updated :