header banner

রাত পোহালেই পলাশপ্রিয়ার আরাধনা, মায়ের আশির্বাদ পেতে কি করবেন, আর কি করবেন না?

article banner

নিজস্ব প্রতিনিধি - জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুকতাহারে। চলতি মাসের পাঁচ তারিখে সরস্বতী পুজো। গোটা দেশে পালিত হবে দিনটি। বিদ্যার দেবীর আরাধনায় মাতবে বাঙালিও। দেবীবরণের প্রস্তুতি প্রায় শেষের পথে। বাসন্তী নয়, সাদা ফুলেই করতে হয় বাণীবন্দনা। 

{link}

বসন্ত পঞ্চমীতে পুজো হয় সরস্বতীর। পঞ্জিকা মতে, এদিন পুজো হবে শনিবার। কারণ এদিনই সূর্যোদয় হবে পঞ্চমী তিথিতে। পরের দিন রবিবার পঞ্চমী শেষ হয়ে যাবে সূর্য ওঠার ঢের আগেই। তাই পুজো হবে শনিবার। সরস্বতীর প্রিয় রং সাদা, তাই দেবীর গাত্রবর্ণ থেকে শাড়ি সবই সাদা তবে বাসন্তী রঙের শাড়িও দেবীর পরিধানে থাকে। বিদ্যালাভের ক্ষেত্রে চাই বিশুদ্ধতা। সেই কারণেই সরস্বতীর প্রিয় রং সাদা। তবে বসন্ত কালে বিদ্যারদেবীর আরাধনা হয় বলে অনেকেই বাসন্তী কিংবা হলুদ রংয়ের ফুল দিয়ে দেবীর আরাধনা করেন। এটি শাস্ত্রসম্মত নয়। সরস্বতীর আর এক নাম পলাশপ্রিয়া। তাই কেউ কেউ এদিন দেবীকে নিবেদন করেন পলাশফুলের কুঁড়ি। এমন কোনও শাস্ত্রীয় বিধান মেলে না, যেখানে সরস্বতীকে পলাশ কুঁড়ি নিবেদন করতে হয়। অনেকে চড়া দামে এদিন আমের মুকুলও কেনেন। সেই মুকুল নাকি দেবীকে দিতে হয়। এমন বিধানও মেলে না। তাই এসব না করে মনপ্রাণ দিয়ে দেবীর আরাধনা করুন। তাতেই মিলবে কাঙ্খিত সাফল্য। 

{link}

সরস্বতীপুজোর দিন অঞ্জলি দিন।তবেই বিদ্যালাভ হবে। এজন্য আগের দিন সম্পূর্ণ নিরামিষ খাবার খান।তবে কথিত আছে সরস্বতী পূজোর আগে কুল খাওয়ায় মানা। অঞ্জলি দেওয়ার পরে পুজো শেষ হওয়া অবধি সরস্বতীর স্তব-স্তুতি পাঠ করুন। নিজে না পারলে পুরোহিত মহাশয়কে পাঠ করতে বলুন। নিয়মনিষ্ঠা সহকারে সরস্বতীর আরাধনা করলে বিদ্যালাভ হবেই হবে।

{ads}

news Saraswati Puja 2022 rituals tradition puja pushpanjali rules West Bengal Kolkata India সরস্বতী পুজো নিয়ম কানুন পদ্ধতি

Last Updated :