header banner

শান্তিপুরে এক বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তারই পরিবারের বিরুদ্ধে। বর্তমানে আক্রান্ত অবস্থায় অন্যত্র আশ্রয় নিয়েছেন ওই বৃদ্ধা। এই ঘটনায় পরিবারের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের অন্তর্গত বোয়ালিয়া নারায়ণপুর এলাকায়। যার ফলে নিজের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন ওই বৃদ্ধা। 

{link}
আক্রান্ত ৬৫ বছর বয়সী বৃদ্ধা, মিনতি প্রামাণিকের অভিযোগ রবিবার সকাল নটা নাগাদ তার পরিবারের বেশ কিছু সদস্য তাকে বেধড়ক মারধর করে। লাঠি দিয়ে বেধড়ক মারধর করার কারণে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে গুরুতর আহত হন বৃদ্ধা। এরপর তিনি কোনভাবে শান্তিপুর হাসপাতালে যান চিকিৎসার জন্য। সেখানেই প্রাথমিক চিকিৎসার পরে শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে তিনি অভিযুক্ত পরিবারের বেশ কিছু সদস্যের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই প্রসঙ্গে আক্রান্ত বৃদ্ধার দাবি তার জমি জোরপূর্বক দখল করে রেখেছে ওরা, সেই বিষয়ে বাঁধা দিতে গেলে এই ঘটনা ঘটে। বৃদ্ধা জানান এখন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে আমাকে। যদিও বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এখন নিজের বাড়িতে পুনরায় বৃদ্ধা কবে ফিরে যেতে সক্ষম হন তাই দেখার বিষয়। 
{ads}

news Shantipur old woman beaten by family police family crime old age land Nadia West Bengal India সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article