header banner

শিলিগুড়ির বেলাকোবা রেঞ্জে উদ্ধার পূর্নবয়স্ক লেপার্ডের চামড়া, পাচারের চেষ্টায় ধৃত ২

article banner

নিজস্ব সংবাদদাতাঃ একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের  চামড়া উদ্ধার, ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের আধিকারিককেরা। ধৃতদের রবিবার আদালতে পাঠানো হয়। এই পাচার চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বনবিভাগ।

{link}
বনদপ্তর সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইমোড় সংলগ্ন এলাকায় বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালায় বেলাকোবা বনবিভাগ। এরপর সন্দেহভাজন একটি চারচাকা গাড়িতে তল্লাশী চালিয়ে গাড়তে থাকা একটি স্কুল ব্যাগ থেকে এই চিতাবাঘের চামড়া উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ধৃতরা হল পাসাং লামা (৩৯), সিরিং তামাং (৩৫)। দুজনেই দার্জিলিং এর বাসিন্দা। ধৃতরা ওই চিতা বাঘের চামড়া দার্জিলিং থেকে এনেছিল শিলিগুড়ি হয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্য ছিল বলে বন বিভাগের প্রাথমিক অনুমান।  

{link}
ধৃতরা জেরায় স্বীকার করেছে যে, চিতাবাঘটিকে দার্জিলিং-এর পাহাড়ের গায়ে জাল পেতে ধরা হয়েছিল। এরপর বাঘটিকে মেরে তার গায়ে থেকে চামড়া খুলে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি আনা হচ্ছিল। সম্পূর্ণ ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে বন বিভাগ। এহেন ঘটনা বারংবার ঘটতে থাকায় চিন্তা বাড়ছে প্রশাসনের।
{ads}

news Siliguri Leopard Skin Smuggling Animal skin north bengal West Bengal India রাজ্য সংবাদ

Last Updated :