header banner

লটারিতে রাতারতি কোটিপতি, টিকিট চুরি হওয়ার ভয়ে সারারাত ধানজমিতে লুকিয়ে যুবক

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনাঃ লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি এক ব্যাক্তি। টিকিট বেহাত হবার ভয়ে সারারাত ধানের জমিতেই লুকিয়ে ছিলেন ওই ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুরের ৯ নম্বর এলাকায়। ওই ব্যাক্তির নাম আলফাজউদ্দিন পাইক। 

{link}

পেশায় আলু গোডাউনের মুটে ওই ব্যাক্তি এলাকার মানুষের কাছে মাতাল ফৈজুদ্দিন নামে বিখ্যাত। এক মেয়ে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ছিটে বেড়ার ঘরে বাস করেন তিনি। অভাবের সংসারে তার নুন আনতে পান্তা ফুরায়। যেটুকু রোজগার করেন তার অর্ধেক টাকা তিনি লটারি কিনেই উড়িয়ে দেন। এই নিয়ে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে নিত্যনৈমিত্তিক ঝগড়া লেগেই থাকে। গতকাল বিকালে মিলনমোড়ের একটি লটারির দোকান থেকে একটি লটারি টিকিট কেনেন তিনি। টিকিট প্যান্টের পকেটে রেখে বাড়ি ফিরে রাত্রে বিছানায় সবেমাত্র শুয়েছেন , ঠিক সেই সময় হঠাৎ মোবাইলে কল আসে যে তিনি কোটি টাকার লটারি জিতেছেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই তিনি ঘুম থেকে উঠে বাড়িতে কিছু না বলে ধান জমির ভেতরে ঢুকে নিরাপদ আশ্রয় নেন। এদিকে গভীর রাত পর্যন্ত স্বামী বাড়িতে আসছে না দেখে পাড়ার লোকজনকে খবর দেয় স্ত্রী। সারারাত খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত তার পরিবার থানায় খবর দেয়। 

{link}

পুলিশ এসে খোঁজাখুঁজি করার সময় হঠাৎ ভোর তিনটের দিকে পুলিশ দেখে মনে সাহস করে বেরিয়ে আসেন আলফাজউদ্দিন। লটারি পাওয়ার খবর শুনে হতবাক হয়ে যায় পুলিশ থেকে এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে তাকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তবে আজ আলফাজউদ্দিন কোটিপতি হওয়ায় স্ত্রী থেকে বাড়ির ছেলে মেয়েরা সকলেই খুশি। তার পরিবারের সদস্যরা জানান, এবার হয়ত অভাবের দিন শেষ।

{ads}

news lottery win dear lottery South 24 Paragana West Bengal India লটারি ডিয়ার লটারি সংবাদ

Last Updated :