header banner

আগ্নেয়াস্ত্র সহ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পুলিশের হাতে গ্রেপ্তার যুবক

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :- আগ্নেয়াস্ত্র সহ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের। তারপর মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ভিডিওর সূত্র ধরে পুলিশ উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। সাথে গ্রেপ্তার হয় ওই যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকায়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইমরান খান। 

{link}
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বেশ কয়েক দিন আগে আগ্নেয়াস্ত্র সহ একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মগরাহাট থানার অন্তর্গত বিলান্দপুর খাল পাড় এলাকার বাসিন্দা বছর কুড়ির ইমরান খান। ভিডিওটি ভাইরাল হতেই চোখে পড়ে ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন কুমার দের । এরপর ভিডিওর সত্যতা যাচাই করে ওই যুবকের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। সোমবার রাতে অভিযুক্ত যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে মগরাহাট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় । এরপর মগরাহাট ও উস্তি থানা এলাকা  জুড়ে  বেআইনি অস্ত্রের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে উস্তি থানার দেউলা থেকে দুজনকে গ্রেপ্তার করে উস্থি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদেরকে মঙ্গলবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে। 

{link}
উল্লেখযগ্যভাবে রামপুরহাট গণহত্যা কান্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। বিপুল পরিমান অস্ত্র উদ্ধার হতে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সাথে গ্রেপ্তার হয় বহু কুখ্যাত আসামিও। সেই অভিযান এখনও চলছে। এখন প্রশ্ন হল আদৌ কি এই অভিযান সম্পূর্ন হওয়ার পর রাজ্যে অনৈতিক কাজকর্ম হ্রাস পাবে? সেটাই লক্ষণীয় বিষয় আসন্ন সময়ে।
{ads}

news South 24 Paragana Guns Social Media Instagram West Bengal India সংবাদ গ্রেপ্তার

Last Updated :