header banner

দক্ষিন ২৪ পরগনার জয়নগরের কৃতী ছাত্রদের বিশেষ সম্বর্ধনা এসপি অফিসে

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনাঃ শিক্ষাজীবনের সর্বপ্রথম উল্লেখযোগ্য মাইলস্টোন মাধ্যমিকে রেকর্ড নম্বর পেয়ে প্রথম দশের মধ্যে বারুইপুর পুলিশ জেলার জয়নগরেই স্থানাধিকারী তিন ছাত্র। তাদের সম্বর্ধনা দিলেন স্বয়ং এসপি ম্যাডাম। সম্বর্ধনা পেয়ে উচ্ছ্বাসিত পরীক্ষার্থীরা। 

{link}
শনিবার বারুইপুর এসপি অফিসে এবছর মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় প্রথম দশের মধ্যে উজ্জ্বল স্থান অর্জন করবার জন্য বিশেষভাবে সম্বর্ধিত হয়ে আপ্লুত জয়নগর-মজিলপুর ট্রেনিং স্কুলের তিন ছাত্র অপূর্ব নস্কর, সোহন পাল এবং শাশ্বত নাইয়া। তাঁদের হাতে বৃক্ষ চারা, মিষ্টি এবং অভিধান তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের প্রধান শিক্ষক শ্রী দীপঙ্কর মণ্ডল। এসপি শ্রীমতী পুষ্পা, আই পি এস বিশেষ ভাবে প্রশংসা করেন গর্বিত প্রধান শিক্ষক এবং তিন ছাত্রের বাবা-মায়ের। এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে তাদের আরও ভালো ফল করতে অনুপ্রানিত করবে বলেও ধারনা জানিয়েছেন তিনি। 
{ads}

news education examination Madhyamik Examination 2022 Jaynagar students West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article