header banner

ছেলেকে দেখে চোখে জল, দীর্ঘ দেড় মাস পর বাড়ি ফিরছেন নিখোঁজ সর্বেশ্বর বাবু

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন। বাড়িতে প্রিয়জনের জল গড়াতে থাকা চোখে ছিল শুধুই তার ফেরার অপেক্ষা। অবশেষে বাড়ি ফিরছেন  সর্বেশ্বর বৈঠা (৪৫)। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার নূয়াগান গ্রামের বাসিন্দা তিনি। গত জুলাই মাসের ৮ তারিখ কাকদ্বীপ থানার এক অফিসার ওনাকে উদ্ধার করে বামানগর ওয়েলফেয়ার সোসাইটিতে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেন তিনি।

{link}
কিছুটা সুস্থ হয়ে ওঠার পর নিজের নাম ও ঠিকানা জানান তিনি। এরপর খবর দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওকে। বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সদস্যরা নিখোঁজ ব্যাক্তির নাম পরিচয় ও বাড়ির  ঠিকানার খোঁজ শুরু করে দেয়। পরিবার সূত্রে জানান গিয়েছে, মুম্বাইয়ে কাজের জন্য গিয়েছিলেন সেখান থেকেই পথ ভুলে চলে আসেন তিনি। বুধবার কাকদ্বীপ থানা থেকে সর্বেশ্বরের ছেলে ও শ্যলক তাকে নিতে আসে। ছেলেকে দিকে কান্নায় ভেঙে পড়ে সর্বেশ্বর।  কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ, হ্যাম রেডিও-র প্রতিনিধি দিবস মন্ডলের  উপস্থিততে সর্বেশ্বর বাবু কে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশ প্রশাসন, হ্যাম রেডিও এবং ওয়েলফেয়ার সোসাইটি-র সবাই কে কৃতজ্ঞতা যাপন করেছে পরিবারের সদস্যরা। জলে ভেজা চোখের অপেক্ষা শেষ অবশেষে, এখনও হয়ত সর্বেশ্বর বাবু বাড়ি ফিরলে পরিবারের সকলের চোখে জল দেখা দেবে, তবে সেই জল আনন্দের, কারন তার সাথে মুখে লেগে থাকবে একগাল হাঁসি, ঘরের ছেলে ঘরে ফিরল যে… 
{ads}

news South 24 Paragana missing man returns home Odisha Mayurvanj West Bengal India সংবাদ

Last Updated :