header banner

বলেছিলেন জ্যান্ত শিব, শিবরাত্রিতে বালি কল্যানেশ্বর মন্দিরে প্রতি বছর আসতেন শ্রীরামকৃষ্ণ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: প্রতিবছরের ন্যায় মহা শিবরাত্রি উপলক্ষ্যে এই বছরেও বালির কল্যানেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। উল্লেখ্য বিষয়, প্রায় ৪০০ বছরের ইতিহাস বহন করছে বালির এই কল্যানেশ্বর বাবার মন্দির। মন্দিরটির অবস্থান বালি কল্যানেশ্বর তলায়। একসময় কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার করার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। যে কারনে তাকে বাধ্য হয়ে কল্যানেশ্বর গঙ্গার ঘাটে নৌকা থামাতে হয়। এবং এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল যে সেই সময় তিনি কল্যানেশ্বর মন্দিরে আশ্রয় নেন। 

{link}
কথিত আছে, সেই সময় এই কল্যানেশ্বর শিবের দর্শন করেন তিনি এবং তাকে জ্যান্ত শিব বলে আখ্যা দেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তারপর থেকে প্রতি শিবরাত্রিতে এই শিব মন্দিরে জল ঢালতে আসতেন এবং ভক্তি ভরে শিব পূজায় ব্রতী হতেন তিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেছিল যে বালির এই কল্যানেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবের প্রতীক। বেলুড় মঠ সেই রীতি মেনে চলেছেন দীর্ঘ সময় ধরে। সেই কারনেই আজ বেলুড় মঠের সাধারণ সম্পাদক এবং মঠের বহু সন্ন্যাসীরা, শিবরাত্রির দিন শিবের আরাধনা করতে এই মন্দিরে আসেন।
{ads}

news Bali Shivratri Belur Math West Bengal সংবাদ

Last Updated :