header banner

সুন্দরবনে পর্যটকদের হঠাৎ দর্শন দিলেন দক্ষিন রায়

নিজস্ব সংবাদদাতা, সুন্দরবন :- বাঙালি চিরকালই ভ্রমণপিপাসু। আর ভ্রমণ প্রিয় বাঙালির পছন্দের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে সুন্দরবনের নাম অবশ্যই থাকবে এটা স্বাভাবিক। গত দু'বছর করোনার জন্য বন্ধ ছিল সুন্দরবনের পর্যটক কেন্দ্র গুলি। চলতি বছর থেকে খানিকটা আয়ত্তে  করোনা। তাই  এবছরও সুন্দরবন সফরে গিয়েছেন অনেকে। 

{link}

শীতের শেষে মার্চ মাসেও পর্যটকরা ভিড় জমাচ্ছেন সুন্দরবনে। রবিবার সেই পর্যটকদেরই দেখা দিল সুন্দরবনের ঐতিহ্য রয়েল বেঙ্গল টাইগার। এদিন রয়েল বেঙ্গলের দেখা মিলল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পিরখালি ৪ নম্বর জঙ্গলের কাছে। একদল পর্যটকের নজরে পড়লো দক্ষিণ রায়ের। দক্ষিণরায় নজরে পড়তেই পর্যটকদের বোট ও লঞ্চগুলি সেদিকে খানিকটা এগিয়ে যায়। নিরাপদ দূরত্ব থেকেই দেখতে থাকেন বাঘের কার্যকলাপ। পর্যটক সূত্রেজানা গিয়েছে, এদিন প্রায় ঘন্টাখানেক সময় ধরে নদী পার হয় বাঘটি। তারপর পাড়ে কিছুটা সময় ঘুরে ঢুকে পড়ে জঙ্গলের মধ্যে। বাঘের কার্যকলাপ ক্যামেরাবন্দিও  করেন অনেক পর্যটকরা। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান সুন্দরবনের বাঘের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। চলতি শীত মৌসুমে প্রায়ই পর্যটকদের দেখা দিত দক্ষিণরায়। পর্যটক মরশুমের প্রায় শেষের দিকে পর্যটকদের আনন্দিত করতে এবারেও সশরীরে দর্শন দক্ষিণ রায়ের।

{link}

তবে দোলের আগে ভরা বসন্তে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়ায় আপ্লুত পর্যটকদের একাংশ। এ বিষয়ে পর্যটক ব্যবসার সঙ্গে যুক্ত অসিত দানি বলেন, এইভাবে বাঘের দেখা পাওয়া যাবে ভাবতেই পারিনি। জঙ্গলে এবার মৌসুমজুড়ে বাঘের দর্শন পাওয়া গিয়েছে। আগামিদিনেও বাঘের দেখা পাওয়া যাবে এমনটাই আশা করা হচ্ছে।

{ads}

news Sundarbans Royal Bengal Tiger Tourism West Bengal সুন্দরবন সংবাদ

Last Updated :