সুদেষ্ণা মন্ডল, সুন্দরবন: সুন্দরবনে বেড়াতে গিয়ে নিখোঁজ পর্যটক, অনেক খোঁজাখুঁজির পরেও মিলছেনা সন্ধান। পুলিশ সূত্রে খবর নিখোঁজ পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী, বয়স ৪৩ বছর। নিখোঁজ ওই ব্যক্তির বাড়ি বীরভূমের তারাপীঠ এলাকায়।মদ্যপ অবস্থায় নৌকায় চড়ার সময় বিপত্তি ঘটে বলেই জানা গিয়েছে। ওই পর্যটকের খোঁজে চলছে জোর তল্লাশি। তাঁর অন্য সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
{link}
১৪ জনের একটি দল বুধবার সুন্দরবন বেড়াতে আসে। একটি লঞ্চ ভাড়া নেন তাঁরা। লঞ্চে থাকাকালীন রাতে অতিরিক্ত মদ্যপান করেন তাঁরা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পাখিরালার টাইগার মোড়ের কাছে গোমর নদীতে ঘটে বিপত্তি। মদ্যপান করতে করতে এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। গোসাবা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এদিকে, নিখোঁজ হয়ে যান প্রসেনজিৎ নামের ওই পর্যটক। হাজার খোঁজে তাঁর সন্ধান না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তিনি জীবিত নাকি মৃত, তা নিয়ে বাড়ছে জল্পনা। সুন্দরবনে শুরু হয়েছে ইলিশ উৎসব। তাই এই সময় বহু পর্যটকই ভিড় জমিয়েছে। ইলিশ উৎসবের জনপ্রিয়তাও বেড়েছে বিপুল এই কয়েক বছরে। করোনার আতঙ্ক কেটে যাওয়ায় এই বছরে ফের বেড়েছে পর্যটকদের ভিড়। তবে সুন্দরবনের আবহাওয়া একেবারেই পর্যটকদের জন্য এই মুহূর্তে অনুকূল নয়। মাঝেমধ্যেই চলছে ঝোড়ো হাওয়া। উত্তাল নদী। আর তারপর মদ্যপান বেসামাল হলেই ঘটে যেতে পারে বিপত্তি। এক্ষেত্রে ঠিক সেরকম ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। নিখোঁজ পর্যটকের অন্যান্য সঙ্গীদেরও জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোন রহস্য আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কি অতিরিক্ত মদ্যপানই কাল হল প্রসেনজিতের?
{ads}