header banner

প্রয়াত পদ্মশ্রীপ্রাপ্ত '১ টাকার ডাক্তার' সুশোভন বন্দ্যোপাধ্যায়, শোকের ছায়া বোলপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ এক টাকায় চিকিৎসা, আজকের দিনে যা কল্পনাতেও বিশ্বাস করা কঠিন। ভাবুন তো, এক টাকায় সম্পূর্ন চিকিৎসা করে ডাক্তার দেখিয়ে ফিরে আসছেন। অবাক করা বিষয় হলেও বাস্তবে এটাই করে এসেছিলেন একজন স্বনামধন্য মানুষ। আজ সেই মানুষটিই বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। প্রয়াত পদ্মশ্রী এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ সকাল ১১-৪৫ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের আবহ বীরভূম জেলা জুড়ে। 

{link}
গরীব-দুস্থ মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর, রাষ্ট্রপতি রামনাথ  কোবিন্দ-এর হাত থেকে 'পদ্মশ্রী' সম্মান পেয়েছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন , ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতনবাসী ৷ সকলেরই যে বড়ো কাছের মানুষ ছিলেন তিনি। এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন, তাঁর হাত ধরে সুস্থ হয়ে উঠেছেন হাজার হাজার মানুষ। 

{link}
দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্ম সমিতির সদস্য ছিলেন ডা: সুশোভন বন্দ্যোপাধ্যায় । বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা তিনি ৷ এলাকায় 'এক টাকার চিকিৎসক' হিসাবে জনপ্রিয় ছিলেন তিনি। কংগ্রেসের হয়ে বোলপুরের  বিধান সভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুশোভনবাবু। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর তিনি বীরভূমের তৃণমূলের প্রথম জেলা সভাপতি হয়েছিলেন। অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী সহ আজকের বহু তৃণমূল নেতা রাজনীতিতে পদার্পণ  করেছেন তাঁরই হাত ধরে। তবে মনান্তরের কারণে পরে তিনি দল ত্যাগ করে রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেন। কিডনির সমস্যার কারণে বেশ কিছু ধরেই অসুস্থ ছিলেন তিনি। একসপ্তাহ আগে অসুস্থ হওয়ায় প্রথমে বোলপুর থেকে চিকিৎসার জন্য দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় সুশোভনবাবুকে। তারপর সেখান থেকে কলকাতায় এনে তাঁর চিকিৎসা শুরু হয়। কলকাতাতেই মৃত্যু হয় সুশোভনবাবুর। তাঁর দেহ আজ কলকাতা থেকে বোলপুরে নিয়ে আসা হবে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সম্পূর্ন এলাকাজুড়ে এক শোকের ছায়া চোখে পড়ছে সকাল থেকেই। প্রত্যেকেই যেন নিজের পরিবারের একজন সদস্যকে হারিয়েছেন, হারিয়েছেন স্বজনকে। সমগ্র জেলাজুড়ে কারুর মৃত্যুতে সকলেরই মন জুড়ে মন খারাপের হাওয়া। সত্যি বললে কিছু মানুষ এইরকমই হন, নিজেরা বিদায় নেন পৃথিবী থেকে, কিন্তু অমর হয়ে রয়ে যান মানুষের স্মৃতিতে। 

{ads}

news Susovan Banerjee 1 rupee Doctor Padmashree Congress Trinamool Congress Santiniketan Bolpur West Bengal India সংবাদ

Last Updated :