header banner

উপনির্বাচনকেও হালকাভাবে নিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজারেরা

article banner

রাজ্যে বিধানসভা নির্বাচনে মিলেছে বিপুল অঙ্কে জয়। তারপর ভবানিপুর উপনির্বাচনেও কার্যত বড়ো জয়-ই লাভ করেছেন মুখ্যমন্ত্রী। সামনে রয়েছে আরও চার কেন্দ্রের উপনির্বাচন। সেই চার কেন্দ্রের উপনির্বাচনকেও হালকাভাবে নিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজারেরা। সেই কারণেই এবারও তারকা ইমেজ কাজে লাগাতে মরিয়া জোড়াফুল শিবিরের নেতারা। ইতিমধ্যেই কোন কোন তারকা তৃণমূলের হয়ে প্রচার করবেন, তার তালিকা প্রকাশ করেছেন তাঁরা। 

{link}
একুশের বিধানসভা নির্বাচনে এক ঝাঁক তারকাকে ভোটের ময়দানে নামিয়ে বিজেপিকে মাত দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বিভিন্ন সময়ে তারকাদের ইমেজকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হয়েছে তৃণমূল। তাই দলের তারকা নেতাদের ওপর অগাধ আস্থা তৃণমূল নেত্রীর। এদিন কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে উপনির্বাচনের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করলেন তৃণমূল নেতৃত্ব। তারকাখচিত এই তালিকায় রয়েছেন একঝাঁক তারকা নেতানেত্রী। 


তৃণমূলের তরফে প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদক সুব্রত বক্সি সহ মোট পাঁচজন মন্ত্রী। 

{link}
এই তালিকায়ই নাম রয়েছে সাংসদ দেব ওরফে দীপক অধিকারী, মিমি চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া, রাজ চক্রবর্তী এবং সোহম চক্রবর্তী। দলের যুব সম্পাদক সায়নী ঘোষ, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে ওই তালিকায়। 


চলতি মাসের ৩০ তারিখে উপনির্বাচন হবে ওই চার কেন্দ্রে। এই চারটি কেন্দ্রের মধ্যে দিনহাটা এবং শান্তিপুরে একুশের ভোটে জয়ী হয়েছিল বিজেপি। বাকি খড়দহ এবং গোবাসা কেন্দ্রের রাশ গিয়েছিল তৃণমূলের হাতে। রাজ্যের শাসক দলের নেতারা চাইছেন, চারটি আসনের রাশই নিজেদের হাতে নিতে। যদিও চার কেন্দ্রেই যেভাবেইক হোক তৃণমূলকে রামধাক্কা দিতে চাইছেন পদ্ম নেতৃত্ব। সফল কি হবেন তারা? সেই উত্তর বলবে সময়। কিন্তু বর্তমানে বিধানসভা নির্বাচনে প্রাপ্ত সিটের সংখ্যা আরও কয়েকটি বাড়িয়ে নিতে বদ্ধপরিকর রাজ্য ঘাসফুল শিবির। 
{ads}

news TMC BJP politics by election CPIM by poll Mamata Banerjee West Bengal Celerity election campaign West Bengal Indi রাজনীতি সংবাদ

Last Updated :